skip to Main Content
ট্রমা ছাপিয়ে রিবার ফেরা

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে সাবরিনা জামান রিবার পথচলা দেড় দশকের। এই দীর্ঘ সময়ে অভিজ্ঞতার ঝুলি ভীষণ ঋদ্ধ হয়েছে। ছড়িয়েছেন বিবিধ দ্যুতি। তবে সাম্প্রতিক দিনগুলো ব্যক্তিগতভাবে শোকের নিকষ অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে তার।

গেল ডিসেম্বরে ভীষণ অপ্রত্যাশিতভাবে, অকালে হারিয়েছেন মাকে। মায়ের মৃত্যুর শোক রিবার জীবনে ট্রমা হয়ে এখনো ছড়াচ্ছে ভয়াবহ বেদনা। স্বভাবতই এমন শোকের রেশ চিরতরে কাটিয়ে ওঠা অসম্ভব। তবু জীবন যেহেতু বয়ে চলে জীবনেরই নিয়মে, তিনিও সামনে বাড়িয়েছেন পা, আরও একবার চেনা গণ্ডিতে।

সাবরিনা জামান রিবা

কাজের ভেতর দিয়ে মাতৃবিয়োগের যন্ত্রণা খানিকটা উপশমের প্রচেষ্টায় মডেলিংয়ে ফিরেছেন তিনি। সেই গল্প জানালেন ক্যানভাসকে।

সাবরিনা জামান রিবা। ছবি: আড়ং

ঈদুল আজহা সামনে রেখে রিবা আবারও নিজের ভীষণ পছন্দের এবং দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড আড়ংয়ের হয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। দীর্ঘদিন এ ব্র্যান্ডের নিয়মিত মডেল হিসেবে তার দেখা মিললেও মাঝখানে বছর কয়েকের বিরতি ছিল। ফলে আবারও আড়ংয়ের হয়ে মডেলিং করা তাকে এনে দিয়েছে দুঃসময়ে উপশম জাগানিয়া অনুভূতি। ব্র্যান্ডটির ‘হার স্টোরি’ সেগমেন্টের প্রচারণায় রিবার মুখ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

সাবরিনা জামান রিবা। ছবি: ভিভা

এ ছাড়া ফ্যাশন ব্র্যান্ড ভিভার ঈদুল আজহা ক্যাম্পেইনের ফটোশুটেও দেখা মিলেছে তার। পাশাপাশি ফ্যাশন জার্নাল গ্ল্যামার্টসে দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার; হয়েছেন জার্নালটির ম্যাগাজিন সংস্করণের মে সংখ্যার প্রচ্ছদমুখ, প্রথম আলোর নকশার কভার মডেল; অংশ নিয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো ইভেন্টে।

সাবরিনা জামান রিবা

মডেল হিসেবে ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পেরিয়ে ১৬-তে পদার্পণ ঘটতে যাচ্ছে রিবার। সময়ের এই পরিক্রমায় নতুন-পুরনো অনেক কর্মসঙ্গীর সঙ্গে কাজ করেছেন। যখন শুরু করেছিলেন, তখন অনেকেই এ দেশে মডেলিংকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে ভাবতে পারত না। এখন সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে নতুনদের জন্য নিজের উপস্থিতি জানান দেওয়া এবং তা প্রচার করা তুলনামূলক বেশ সহজ। নতুন মডেলদের নিয়ে রিবা ভীষণ আশাবাদী। তবে তার পরামর্শ, নতুনরা যেন এ পেশার প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করেন এবং সিনিয়রদের অবদান ভুলে না যান।

মেরিল-প্রথম আলো পুরস্কার ইভেন্টে রিবার লুকস

মডেলিং, স্টাইলিং ও ডিরেকশনের পাশাপাশি রিবা বছর চারেক ধরে উদ্যোক্তা হিসেবে ব্যবসায়ও মনোযোগী ছিলেন। এ সম্পর্কে বিশদ না জানালেও উল্লেখ করলেন, মাতৃ-মৃত্যুশোকের কারণে ব্যবসায় এখনো নতুন করে মনোযোগ ফেরাতে পারেননি। অন্যদিকে, মডেলিংয়ে শুধুই স্থিরচিত্রে প্রত্যাবর্তণ ঘটেছে তার। নতুন করে ক্যাটওয়াক শুরু করেননি এখনো। ট্রমা কাটিয়ে, সবকিছু গুছিয়ে, পুরোদমে ফিরতে হয়তো আরেকটু সময় লাগবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সাবরিনা জামান রিবা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top