skip to Main Content
দেশে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরা

বাংলাদেশের বাজারে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া এনেছে কয়েকটি নতুন গো ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরা। উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এই ক্যামেরাগুলো সোমবার (১৩ মে ২০২৪) সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মোচন করা হয়। ডাহুয়া ব্র্যান্ডটির বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো পাশাপাশি বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহুয়া দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং, টেকনিক্যাল ম্যানেজার জেরি জেং, প্রোডাক্ট ম্যানেজার রকেট ওয়াং এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ, ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন, প্রোডাক্ট ম্যানেজার (ডাহুয়া) আশিকুর রহমান।

কেভিন জং বলেন, ক্যামেরাগুলোর রেজুলেশন যেমন চমৎকার, তেমনি অডিও ক্লিয়ার। দুই প্রান্ত থেকেই সিসিটিভি ক্যামেরা মাধ্যমেও কথা বলা যাবে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা এখন প্রয়োজনীয় একটি ডিভাইস হয়ে উঠছে মানুষের যাপিত জীবনে।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরার ব্যবহার বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট সময় চলছে। তাই সিসিটিভি ক্যামেরাগুলোতে যুক্ত হয়েছে ওয়্যারলেস। ডাহুয়ার নতুন এই সিসিটিভি ক্যামেরাগুলো বেশ উন্নত। এ ছাড়া মোবাইল থেকেও যেহেতু এগুলো অপারেট করা যাবে, তাই ঝামেলাও কম। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই ক্যামেরাগুলো সহজে অপারেট করতে পারবেন।

অনুষ্ঠানে আসা অতিথিদের ডাহুয়ার নতুন গো ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। মডেলগুলো হলো ডিএস-পি৩এই-পিভি, আইপিসি-এইচডিবিডব্লিউ১৪৩০ডিই-এসডব্লিউ, ডিএইচ-পি৫এই-পিভি, ডিএস-এইচ৫এই, ডিএস-এইচ৩এই, ডিএইচ-সি৫এ, আইপিসি-এইচএফডব্লিউ১৪৩০ডিএস-এসএডব্লিউ, ডিএইচ-পি৫বি-পিভি, ডিএইচআই-এনভিআর১১০৪এইচএস-ডব্লিউ-এস২-সিই।

অনুষ্ঠানে জানানো হয়, ডাহুয়ার প্রতিটি নতুন গো ওয়্যারলেস সিসিটিভি ক্যামেরায় রয়েছে বিক্রয়োত্তর সেবা। সিসিটিভি ক্যামেরাগুলো শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top