দেশের বাজারে সম্প্রতি নতুন দুটি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। একটি ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং অপরটি এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি)। দুটি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল প্রযুক্তি, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে; এর ফলে, কাপড় হবে আরও পরিষ্কার, একই সঙ্গে বজায় থাকবে কাপড়ের কোমলতা। ওয়াশিং মেশিনটিতে সফট ডোর ক্লোজিং সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রয়েছে ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টেবল সক্ষমতা এবং ফাইভ-স্টার এনার্জি-এফিশিয়েন্ট রেটিং। এর ৭০০-আরপিএম স্পিন স্পিড ও স্মার্ট চেক ফিচার মেশিনের পারফরমেন্সকে করবে আরও শক্তিশালী এবং নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবহার।
অন্যদিকে, ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশারে রয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। উদ্ভাবনী এ সব ফিচার কাপড় ধোয়ার প্রক্রিয়াকে করে তুলবে আরও কার্যকরী। ওয়াশিং মেশিনটিতে রয়েছে ১৪০০-আরপিএম স্পিন স্পিড ও এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ এবং প্রতি সাইকেলে এই ওয়াশিং মেশিন ৫০ লিটার পানির ব্যবহার করবে; যে কারণে, এ ফ্রন্ট লোড ওয়াশারটি সাশ্রয় করবে পানি ও বিদ্যুৎ– উভয়ই। স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোকের মতো চমৎকার ফিচার সমৃদ্ধ এ ওয়াশিং মেশিন সহজেই যেমন কাপড়কে করে তুলবে আরও পরিষ্কার, তেমনি পুরো প্রক্রিয়া হবে আরও হাইজেনিক। পাশাপাশি, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর ডিজাইন ওয়াশিং মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের বিশ্বাস, ৯.৫ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার– দুটি ওয়াশিং মেশিনই চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার মাধ্যমে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসব।’
- ক্যানভাস অনলাইন
ছবি: স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ-এর সৌজন্যে