অস্ট্রেলিয়ার বিখ্যাত জুতার ব্র্যান্ড বাই ফার এই প্রথম তৈরি করেছে হ্যান্ডব্যাগ। পাওয়া যাবে সেপ্টেম্বরে। বাই ফারস ডট কম এবং নেট-এ-পোর্টারে। এটি খুব চিত্তাকর্ষক, ছোট ও নস্টালজিক। দীর্ঘদিন ধরে এই ব্যাগের জন্য একটি প্রেরণামূলক নাম খোঁজা হচ্ছিল। অবশেষে এর নাম দেয়া হলো প্যাটেন্ট লেদার ব্যাগেট। ব্যাগটি দেখে যে কারোরই মনে পড়বে র্যাচেল গ্রিনের কথা। নব্বই দশকের ফ্রেন্ডস সিরিজে র্যাচেলের সঙ্গে ছিল ব্যাগেট। মূলত ওই সময়ে প্রচারিত ফ্রেন্ডস সিরিজের এই চরিত্র থেকে ব্যাগটির নামকরণ হয়েছে। প্যাটেন্ট লেদার ব্যাগেট সন্ধ্যার যেকোনো পার্টিতে ক্রেডিট কার্ড, ফোন, লিপস্টিক বহনের জন্য উপযুক্ত। দাম ৩০০-৬০০ ডলার।
Related Projects
সাজগোজে ডিসকাউন্ট
- October 28, 2024
অনলাইন বিউটি ও পারসোনাল কেয়ার প্ল্যাটফর্মটির ষষ্ঠ বর্ষপূর্তী উপলক্ষ্যে চলছে ‘সাজগোজ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন
ক্রিস্টিনার স্কার্টে পরাবাস্তবতার ঢেউ!
- October 20, 2023
ক্রিস্টিনা আগিলেরা পরনে জড়িয়েছেন একটি নামিলিয়া স্কার্ট, যেটি আকারে কোনো হারমেস বার্কিন ব্যাগের মতো; এমনকি তাতে রয়েছে টপ-হ্যান্ডেল স্ট্র্যাপস ও পকেট