ফ্যাশন-দুনিয়ায় এবার যোগ হয়েছে অঙ্গপ্রত্যঙ্গের অংশ। অবাক করা কান্ড বটে। সম্প্রতি বার্লিনভিত্তিক জুয়েলারি শিল্পী নাদজা বুটেনডর্ফ অঙ্গপ্রত্যঙ্গের আদলে তৈরি করেছেন কিছু গয়না। যেগুলো দেখতে মানুষের কান আর হাতের আঙুলের মতো। যখন কেউ কানাকৃতির গয়না কানে পরবে, তখন তাকে চার কানঅলা মনে হবে। আবার একইভাবে হাতের আঙুলে গয়নাটি পরলে মনে হবে ছয় আঙুলের মানুষ। সিলিকন দিয়ে তৈরি বলে এগুলো দেখতে আসল মনে হয়। ত্বকের রঙ মেনে বানানো হয়েছে এসব গয়না।
Related Projects
সাশ্রয়ী মূল্যে কার্ভড ডিসপ্লের স্মার্টফোন
- May 12, 2024
উন্নতমানের স্মার্টফোনের এই ফিচার ক্রমান্বয়ে হয়ে উঠেছে একটি সাশ্রয়ী পছন্দ
দেশীদশ-এ বর্ষায় মূল্যছাড়
- July 3, 2024
অন্তর্ভুক্ত রয়েছে ব্র্যান্ডগুলোর শাড়ি, পাঞ্জাবি, স্ট্রিচ ড্রেস, আনস্ট্রিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজসহ আরও অনেক সামগ্রী
