১৯ মে লক্ষাধিক শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ব্রিটেনের রাজপুত্র হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে। তবে বিয়ের আগেই গুঞ্জন ছিল কনের সাজপোশাক নিয়ে। কারণ, মেগানের বিয়ের পোশাক-সম্পর্কিত তথ্য গোপন রাখা হয়েছিল। কেউ বলেছেন, মেগান সাদা নয়, অন্য কোনো রঙের পোশাক পরবেন। সব বিতর্কের পরে রাজপরিবারের কনে সাদা রঙের গাউনই পরেছিলেন। বানিয়েছে বিশ্ববিখ্যাত ফরাসি পোশাক ও পারফিউম ব্র্যান্ড জিভঁশি। গাউনটির ডিজাইনার ক্লেয়ার ওয়েইট কেলার। যিনি এই ব্র্যান্ডের প্রথম নারী আর্টিস্টিক ডিরেক্টর। বিশেষ দিনের পোশাক নিয়ে অনেকের কল্পনা ও অনুমানে উঠে এসেছিল কয়েকটি বিখ্যাত পোশাক ব্র্যান্ডের নাম। কিন্তু জিভঁশির নাম তালিকায় ছিল না। তবে কেন বেছে নেওয়া হলো জিভঁশিকে? এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন মেগান। ব্যক্তিগত ওয়েবসাইটে তিনি বলেন, এ বছর দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই কেলারের চমৎকার নকশা তার পছন্দ হয়েছিল। বোট নেকের গাউনটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ডাবল বন্ডেড সিল্ক ক্যাডি কাপড়। হাতা থ্রি-কোয়ার্টার। গাউনের ভেতরে স্কার্টের অংশে ছিল স্বচ্ছ সিল্কের কাপড়। সাদা সিল্কের ঘোমটাটি ছিল ১৬ ফুটের বেশি লম্বা। এতে ছিল কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের ফুল। যেগুলো সিল্কের সুতা দিয়ে হ্যান্ড এম্ব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছিল। মেগানের ঘোমটা আটকানোর মুকুটটি ছিল হীরকখচিত। যেটি মেরি কুইন ১৮৯৩ সালে বিয়ের উপহার হিসেবে পেয়েছিলেন। পরে ১৯৩২ সালে হীরা, প্লাটিনাম ও চুল বাঁধার ফিতার সমন্বয়ে তৈরি করা হয়েছিল এই মুকুট। মেগানের কানে ছিল হীরার ছোট রিং। হাতে ব্রেসলেট। দুটোই ফ্রান্সের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়েরের তৈরি। সিল্কের স্যাটিন কাপড়ে তৈরি হয়েছিল রাজবধূর জুতা। সব মিলিয়ে মেগানকে সাজিয়েছেন বন্ধু মেকআপ আর্টিস্ট ড্যানিয়েল মার্টিন। চুল বেঁধে দিয়েছিলেন আমেরিকান হেয়ারস্টাইলিস্ট সার্জ নরম্যান্ট।
Related Projects
জোনাকি ফ্রাগ্রেন্সের ফ্ল্যাগশিপ বুটিক ঢাকা ইন্টারকন্টিনেন্টালে
- April 4, 2024
চমৎকার এই সুগন্ধি ব্র্যান্ড ২০২০ সালে লঞ্চ করেন সিনিয়র ইন্টিরিয়র ডিজাইনার নাসরিন জামির। এর পর তিনি যোগ করেন সৌন্দর্যপণ্য ও আতর
সোনালী ব্যাংকের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের চুক্তি!
- February 5, 2023
ক্যানভাস রিপোর্ট দেশের অন্যতম শীর্ষ…