আংরাখা। নয় আনারকলি; নয় ছয় ছাটের ফ্রক। তার চেয়ে ভিন্ন কিছু। শুরুটা যার ষোড়শ শতাব্দীতে। মোগল সম্রাট আকবরের রাজদরবারে প্রচলন হয় প্রথম দর্শন। দুটি স্তরে তৈরি। একটি পরতের ওপর অন্যটি বেঁধে নিতে হয় বুকের বাম বা ডান পাশে। পুরোটা মিলে লম্বা দীর্ঘ আর বিশাল প্রস্থের এক ফ্রক।
উচ্চপদস্থ রাজকর্মকর্তাদের দাপ্তরিক পোশাক হিসেবে ছিল প্রচলন। রাজদরবার থেকে আলমিরা, নকশার নানা রকম সৃজনশীল পরিবর্তনে নান্দনিক আর আরামের মিশেল।
বাংলাদেশি ডিজাইনার অনলাইন লেবেল ফৌজি। ফ্যাশন ডিজাইনার ফৌজিয়া আফরোজের ব্রেইন চাইল্ড। ব্যাঙ্গালুরু (ভারত) ও বাংলাদেশ– দুই জায়গাতেই এই বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তিনি। ২০০৯ সালে শুরু করেন যাত্রা। নিজের নামকেই ছোট করে ব্র্যান্ডের নাম হিসেবে বেছে নেন।
মেয়ে, ছেলে, বাচ্চা সবার জন্যেই তিনি নকশা করেন পোশাক। দৃষ্টিনন্দন ও স্বস্তি– উভয় গুণই আছে ফৌজির পোশাকের। তবে এসবের মাঝে তাদের আংরাখা একটু বেশিই বিশেষ। দেখতে যেমন ঐতিহ্যবাহী, আরামে তেমন শতভাগ।
ফ্যাব্রিক আর অলংকরণ– দুই-ই ফৌজির সিগনেচারে স্বতন্ত্র। মোগল নকশাকে সাধারণ টেকসই ফ্যাব্রিকে তৈরি করে আংরাখাকে দিয়েছেন নতুন মাত্রা। ফৌজিয়ার ডিজাইনার ডেরায় কাট, প্যাটার্ন ও শিলুয়েটে চিরন্তন ঐতিহ্য আর আধুনিকতার মিলমিশ করে তৈরি হচ্ছে কনটেম্পরারি এই এথনিক ওয়্যার।
বিভিন্ন উৎসবেও অনেকে রাখেন তালিকায়। এমন তাপদাহের দেশে স্বস্তিকর ফ্যাব্রিকে রাজকীয় নকশার পোশাক আশীর্বাদই বটে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ফৌজি’র সৌজন্যে