skip to Main Content
ফ্যাশন দুনিয়ায় কার্গো প্যান্টের পুনরুত্থান

ক্যানভাস রিপোর্ট

প্যান্ট ভর্তি পকেট। তাতে ইচ্ছেমতো রাখা যাচ্ছে নানান জিনিসপত্র। বলছি কার্গো প্যান্টের কথা। এই শতকের শুরুর দিকে এই প্যান্ট বেশ সোরগোল ফেলে দিয়েছিল ফ্যাশনিস্তাদের মাঝে। তারপর আবার বেশ কিছুদিন এর দেখা খুব একটা মেলেনি। তবে আবার ফিরেছে কার্গো প্যান্ট। এ বেলা আরও দাপট নিয়ে। আর, বিশেষত স্টাইলপ্রিয় তরুণীদের মাধ্যমে।

কার্গো পরিহিত জেনিফার লোপেজ: বাঁয়ে– ২০০২ সালে, ‘জেনি ফ্রম দ্য ব্লক’ গানের ভিডিওতে; ডানে– ২০২৩ সালের জানুয়ারিতে, নিউইয়র্কের রাস্তায়। ছবি: ইউটিউব/ব্যাকগ্রিড

 

একটি ফ্লোয়িং, ওয়াইড লেগ স্টাইলের বেগি উলেন কার্গো প্যান্ট পরিহিত জেনিফার লোপেজকে গত জানুয়ারিতে ঘুরতে দেখা গেছে নিউইয়র্ক সিটিতে। ২০০২ সালে এমনই প্যান্ট পরে বহু ফ্যাশনিস্তার নয়নমণিতে পরিণত হয়েছিলেন এই আমেরিকান পপস্টার ও অভিনেত্রী। এবারও তার পরনে হেভি পকেট ভার্সনের এই পরিচ্ছদ ফেলে দিয়েছে সোরগোল।

কার্গো প্যান্ট এতদিন যাদের নস্টালজিয়ায় জায়গা করে নিয়েছিল, তারা আবার দম ফেলতে শুরু করেছেন। এই পোশাকের দাপুটে প্রত্যাবর্তনে তারা বেশ খুশি। এমনই একজন, নিউইয়র্কভিত্তিক স্টাইলিস্ট লিজ টেইচ। দ্য নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, এ হলো ‘২০০০-এর দশকের শুরুর দিকের স্টাইলের এমনই এক নস্টালজিয়া, জেন জেড ট্রেন্ডের হাত ধরে যেটি আবারও সামনে এগিয়ে যাচ্ছে।’

২০২৩ সালে কার্গো প্যান্ট পরিহিত আমেরিকান মডেল হেইলি বিবার [বাঁয়ে] এবং তার স্বদেশি মিডিয়া পারসোনালিটি কেলি জেনার [ডানে]। ছবি: স্প্ল্যাশ নিউজ/ব্যাকগ্রিড

কার্গোকে কুল ফ্যাশনে পরিণত করতে ভূমিকা ছিল টিএলসি, দ্য স্পাইস গার্লস ও জে.লো’র ফিমেল আরঅ্যান্ডবি ও পপ আর্টিস্টদেরও। এবার ফিলিপ লিম ও ফেন্ডির মতো ব্র্যান্ডগুলো তাদের রিজোর্ট ২০২৩ ক্যাম্পেইনে আবারও ফিরিয়ে এনেছে এই প্যান্ট।

কার্গো প্যান্ট ফিরেছে আরও বেশি সফিস্টিকেটেড ডিরেকশনে। ২০০০-এর দশকের শুরুর দিকে যেসব ট্র্যাডিশনাল ব্যাগি কার্গো প্যান্টের দেখা পেতাম আমরা, বর্তমান ট্রেন্ড তারচেয়ে অনেক বেশি সময়োপযোগী পোশাকের চলতি পুনরাবৃত্তিকে ধারণ করেছে।

কার্গো পরিহিত আমেরিকান গায়িকা ও অভিনেত্রী ক্রিস্টিনা আগিলেরা: বাঁয়ে– ২০০০-এর দশকের শুরুর দিকে; ডানে– ২০২৩ সালে। ছবি: গেটি ইমেজ/ইনস্টাগ্রাম

কার্গো প্যান্টে ‘স্টাইল প্যাটার্নের কোনো আর্মি ফেটিকের চেয়ে এখন আমরা বরং সর্বত্রই দেখছি সিল্ক থেকে উল পর্যন্ত নানা ফ্যাব্রিকের ব্যবহার; রয়েছে প্রচুর ডেনিমেরও ছড়াছাড়ি। আর তা সান্ধ্যকালীন পোশাক হিসেবেও দারুণ মানিয়ে নিয়েছে,’ বলেন টেইচ।

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top