জয়নব আলম জুঁই। ফ্যাশন মডেলিংয়ে এ প্রজন্মের প্রতিনিধি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রচুর র্যাম্পে ক্যাটওয়াক করে আলো ছড়িয়েছেন। নানা ব্র্যান্ডের ক্যাম্পেইনের ফটোশুটে নিয়মিত মুখ। ক্যানভাস ম্যাগাজিনেও দেখা মিলেছে তার। মাতৃত্বের কারণে মাঝখানে ইন্ডাস্ট্রি থেকে একটু বিরতি নিয়ে আবারও ফিরেছেন চেনা জগতে। সঙ্গে যুক্ত করেছেন নতুন পরিচয়। শুধু মডেল নয়; জুঁই এখন অভিনেত্রীও।

র্যাম্পে জয়নব আলম জুঁই
অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘কিল হাউজ’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু হয়েছে এই মডেলের। অ্যালার্ট বাংলাদেশ প্রেজেন্টস এই ওয়েব ফিল্মের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু; পরিচালনায় কামরুজ্জামান রোমান।

‘কিল হাউজ’-এর শুটিংয়ের ফাঁকে জয়নব আলম জুঁই
প্রযোজনা সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তির অপেক্ষায় থাকা ফিল্মটি ঘিরে ক্যানভাসের সঙ্গে আলাপচারিতায় জুঁই বলেন, “‘কিল হাউজ [Kill House] আমার অভিনীত প্রথম প্রজেক্ট এবং এটি একটি নারীকেন্দ্রিক অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। এই কাজ আমার জন্য শুধুই একটি ফিল্মই নয়; এটি একটি সাহসিকতার গল্প, সংগ্রামের স্মারক এবং আমার অভিনয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা।”

‘কিল হাউজ’-এর শুটিংয়ে জয়নব আলম জুঁই
‘এই ফিল্মের জন্য আমাকে দীর্ঘ সময় ধরে কঠিন ট্রেনিং নিতে হয়েছে। প্রতিটি ফাইট সিক্যুয়েন্স, প্রতিটি শট ছিল বাস্তব ও চ্যালেঞ্জিং। বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আর্টিফিশিয়াল বৃষ্টির মধ্যে শুট করা, তা সত্যিই এক ভীষণ কষ্টসাধ্য অভিজ্ঞতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি; কারণ জানতাম, এই কাজ আমাদের সবার স্বপ্নের অংশ,’ যোগ করেন তিনি।

জয়নব আলম জুঁই
‘কিল হাউজ’ প্রজেক্টে যুক্ত হওয়ার নেপথ্য গল্পে জয়নব আলম জুঁই বলেন, “আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ক্রাভ মাগা ইনস্ট্রাক্টর খসরু পারভেজ রুমির অধীনে আমি ক্রাভ মাগার ট্রেনিং করি। এটি রিয়েল-লাইফ কমব্যাট ও সেলফ-ডিফেন্সের ওপর ফোকাসকৃত একটি মিক্সড মার্শাল আর্ট। ‘কিল হাউজ’ প্রজেক্টে অভিনয়ের আইডিয়াটি আমার প্রশিক্ষকই একদিন আমাকে জানান। যেহেতু তিনি আমার ইনস্ট্রাক্টর এবং তার দূরদর্শিতার ওপর আমার গভীর আস্থা রয়েছে; তা ছাড়া প্রজেক্টের কাহিনিটি আমার সঙ্গে ভীষণ মানানসই মনে হয়েছে, তাই আমি অভিনয় করতে রাজি হয়ে যাই।’

জয়নব আলম জুঁই
ফিল্মটিতে জুঁইয়ের সহশিল্পীরা হলেন রাশেদ মামুন অপু, ইমতু রতিশ, নাদের চৌধুরী, এলিনা শাম্মী প্রমুখ। জুঁই বলেন, ‘আমাদের দেশে নারী নেতৃত্বাধীন অ্যাকশন ফিল্ম খুবই কম; হাতে গোনা কয়েকটি মাত্র। সেই জায়গা থেকে এই প্রজেক্টে অংশ নেওয়া আমার জন্য অনেক বড় একটি গর্বের ব্যাপার। ফিল্মটি আমাদের রক্ত, ঘাম, আর ভালোবাসার ফসল।’
- ক্যানভাস অনলাইন
ছবি: জয়নব আলম জুঁই-এর সৌজন্যে