মে মাসের দ্বিতীয় রোববার, মা দিবস। এবার দিবসটি পড়েছে ১১ মে ২০২৫। এ উপলক্ষ্যে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মা দিবসে ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইদ মম’ শীর্ষক আয়োজনে, মায়ের সঙ্গে স্নেহ- ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করা যাবে ৬৬৬৬ টাকা খরচায়। এ ছাড়াও হোটেলটির লেভেল-৬-এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০% ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫৫৫৫ টাকায়, যেখানে আপনি আপনার মাকে উপহার দিতে পারেন এক রাজকীয় নৈশভোজের অভিজ্ঞতা। ফেসবুকে থাকছে “উইন আ মাদার’স ডে স্পেশাল কেক” প্রতিযোগিতা, যেখানে ঢাকা রিজেন্সির পোস্টে মাকে ট্যাগ বা মেনশন করলেই জিতে নিতে পারেন এক ওয়েল ডিজাইনড সারপ্রাইজ কেক, শুধুই আপনার মায়ের জন্য!
এই আয়োজন শুধু অতিথিদের জন্যই সীমাবদ্ধ নয়; বরং ঢাকা রিজেন্সি পরিবারকেও ছুঁয়ে যাবে। এই বিশেষ দিনে সব সময়ই আলাদা করে বিশেষ আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয় ঢাকা রিজেন্সির সকল কর্মজীবী মাকে, যারা প্রতিদিনই দক্ষতা আর ভালোবাসার অনন্য ভারসাম্যে আগলে রাখেন প্রতিষ্ঠান ও পরিবার– উভয়কেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে; অথবা ভিজিট করুন: https://fb.me/e/2OP7EGt6I।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে