সোমবার (৫ মে ২০২৫) রাতে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়ে গেল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গ্লামারাস ফ্যাশন ইভেন্ট মেট গালার এবারের আসর। বার্ষিক ওত কতুর ফান্ডরাইজিং ফেস্টিভ্যাল। তাতে ঝলক ছড়ানো তারকাদের ভীড়ে নিজের ওপর স্পটলাইট বিশেষভাবে টেনে এনেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ৬৬ বছর বয়সী এই মহাতারকার পরনে ছিল স্লিকেস্ট স্যাটিন স্যুট।

৫ মে ২০২৫। মেট গালায় ম্যাডোনা।। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]

৫ মে ২০২৫। মেট গালায় ম্যাডোনা।। ছবি: কেভিন মাজুর/এমজি২৫/গেটি ইমেজ [পিপল ম্যাগাজিন-এর সৌজন্যে]
এবার প্রায় এক দশক পর মেট গালায় ফিরলেন ম্যাডোনা। এর আগে, এই আসরে তার সর্বশেষ উপস্থিতি ঘটেছিলন ২০১৮ সালে।
- ক্যানভাস অনলাইন
কোলাজ: ক্যানভাস