মেট গালা এবারে মাতিয়ে রেখেছিলেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড কিং খানের জয়জয়কার। প্রথমবারের মতো গেলেন, দেখলেন, জয় করলেন। তার পোশাক নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে, তবু সুযোগ আছে মাইক্রোস্কপিক জুমের। সেখান থেকেই মিলল তার হাতের হেড কেইনে স্টেটমেন্ট পিসের সন্ধান। যেখানে দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের মাথার উপস্থিতি।

শাহরুখ খান
কিং খানের পোশাক নকশা করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আর এই ব্যাঘ্র মুখ তার লেবেলেরই আইকন। ডিজাইনার সব্যসাচীর সঙ্গে এই বুনোর প্রথম দেখা হয়েছিল দুরন্ত শৈশবে। আলিপুর চিড়িয়াখানায়।

মোনা প্যাটেল
ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা মোনা প্যাটেলের সঙ্গী রোবোটিক কুকুর আরেকবার বুঝিয়ে দিয়েছে ফ্যাশনের সঙ্গে প্রযুক্তির যোগাযোগ কতটা ঘনিষ্ঠ। ভেক্টর নামের এই কুকুর ছিল মোনার মেট গালা মেট। সেটির পরনে ছিল ক্লাসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোট আর শার্ট।

ক্লায়রো
আমেরিকান গায়িকা ক্লায়রো তার প্রাণীপ্রেম প্রকাশ করেছেন এই বহুল আলোচিত ফ্যাশন ইভেন্টেও। দু হাতে পরম যত্নে তিনি ধরে রেখেছিলেন একটি ছোট্ট আদুরে একটি বিড়ালের ভাস্কর্য।

গুস্তাভ মাগনার
গুস্তাভ মাগনার, বিশ্বের অন্যতম কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে পরিচিত। একই সঙ্গে নরওয়ের বিলিয়নিয়ার ব্যবসায়ী, মডেল ও উদ্যোক্তা। মেট গালাতে তার হাতে দেখা গিয়েছে একটি স্বচ্ছ ব্রিফকেস। আর সেখানে জরুরি কাগজপত্র নয়, বরং লালা গোলাপের পাপড়ি। সাদা স্যুটের সঙ্গে তার এই অভিনব অনুষঙ্গ নজর কেড়েছে দারুণভাবে।

কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ানের বাট চেইন অনুষঙ্গ দুনিয়াতে বেশ আলোড়ন তুলেছে। কালো পোশাকে দেখা যায় সাদা মুক্তোর চেইন। প্রকাশিত হয়েছে কিমের নিজস্বতা।

অলিভিয়ের রুস্তেইং
ফরাসি লাক্সারি ব্র্যান্ড বালমেনের সৃজনশীল পরিচালক অলিভিয়ের রুস্তেইং ব্যাগের মতো করে একটি সেলাই মেশিন নিয়ে আসেন। তিনি এই সেলাই মেশিনটি পোশাক ডিজাইনের প্রক্রিয়া এবং সেলাইশিল্পের প্রতি শ্রদ্ধা হিসেবে ব্লু কার্পেটে নিয়ে আসেন বলে জানা যায়।

আন্দ্রে
এ রকম আরও বহু কিছু দেখা যায় মেট গালাতে। আমেরিকান সংগীত তারকা আন্দ্রে তার কাঁধে করে নিয়ে এসেছিলেন পিয়ানো। জানা যায়, নিজের কাজের প্রচারণা করতেই এই সিদ্ধান্ত। এখানেই শেষ নয়। সংগীতশিল্পী, পিয়ানোবাদক এবং স্যাক্সোফোনবাদক জন বাতিস্তে হাতে স্যাক্সোফোনসহ উপস্থিত হয়েছিলেন।

জন বাতিস্তে
সব মিলিয়ে মেট গালার ছোট ছোট ডিটেইলসে বেশ আনন্দ পেয়েছেন ফ্যাশন বোদ্ধারা। বাহবা পেয়েছে ডিজাইনারদের মুন্সিয়ানা।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
সূত্র: এল ম্যাগাজিন
ছবি: সংগ্রহ
কোলাজ: ক্যানভাস