skip to Main Content

ক্যানভাস ডেস্ক

আধুনিক জীবনযাত্রার জন্য আসবাব ডিজাইন ও প্রস্তুতকারী হিসেবে সুপরিচিত ব্র্যান্ড, ইশো, সম্প্রতি মোহাম্মদপুরের অন্যতম বাণিজ্যিক এলাকা শ্যামলী রিং রোডে তাদের এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের মাধ্যমে নিজেদের ব্যবসার প্রসারে নতুন এক অধ্যায় যুক্ত করলো।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৃশ্যত আকর্ষণীয় সেটাপসহ আসবাব ক্রয়ের আধুনিক ব্যবস্থা হিসেবে নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারে থাকছে ইশো-এর সাম্প্রতিক বিভিন্ন কালেকশন যেমন, ইশো এক্স কিউরেটো এর রমজান গিফট বক্স ও মন্টপেলিয়ার লাক্সারি হোম কালেকশন।

সূক্ষ্মভাবে ডিজাইনকৃত ও বাহারি ধরণের ইশো-এর নানন্দিক আসবাব ও লাইফস্টাইল এক্সেসরিজ আসবাব নকশায় পুঙ্খানুপুঙ্খ বিষয়ে ব্রান্ডটির কাজ করার বিষয়টি তুলে ধরে; বিভিন্ন রঙ এবং কাঠের নানা ধরণের আসবাবের ব্যাপক সমাহার নিয়ে নতুন এই আউটলেটটি মোহাম্মাদপুর ও নিকটস্থ হাউজিং সোসাইটিতে বসবাসরত মানুষের জন্য হোম ও লাইফস্টাইল শপিং এর জন্য একটি অবধারিত স্থান হিসেবে গড়ে উঠার জন্য সকল ধরণের প্রস্তুতি নিচ্ছে।

এক্সপেরিয়েন্স সেন্টারে সুসজ্জিত রুম সেটাপ ডিজাইন ও ডেকোরের জন্য আধুনিক বাড়ির মালিকদের কাছে একটি নির্ভরযোগ্য স্থান হয়ে উঠবে। স্টোরটিতে স্থান এমনভাবে ব্যবহার করে সজ্জিত করা হয়েছে যাতে ক্রেতারা বেস্টসেলিং বিভিন্ন ফার্নিচার সিরিজ এবং ইশো-এর নানা কনসেপ্ট প্রজেক্টের মাঝে হেঁটে কাছ থেকে পণ্য সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবে, যা তাদের একটি সুন্দর ও সামগ্রিকভাবে উপকারী শপিং এক্সপেরিয়েন্স দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top