ত্বকচর্চা আর মেকআপের মাল্টিটাস্কিং প্রডাক্ট পরিণত হচ্ছে মেইনস্ট্রিম ট্রেন্ডে। এই পণ্যগুলো ব্যবহারে সহজ। সময়ও কম লাগে। ফলে সৌন্দর্যসচেতনদের কাছে এগুলোই এখন ওয়ান স্টপ সলিউশন। ব্র্যান্ডগুলোও তাই বাজারে আনছে মাল্টিটাস্কিং সব সৌন্দর্যপণ্য। আর এ ধারায় নতুনতর সংযোজন এক্সফোলিয়েটিং ময়শ্চারাইজার। যা ত্বকে আর্দ্রতা জোগান তো দেবেই, ত্বকের মৃত কোষ সারাইয়ের কাজও সারবে কোমলতার সঙ্গে। আরও দারুণ ব্যাপার হচ্ছে, এই ময়শ্চারাইজারের মধ্যেই পুরে দেওয়া হচ্ছে আলফা ও বিটা হাইড্রোক্সি অ্যাসিড। ফলে বাড়তি যোগ উজ্জ্বলতা। ওডাসিটি, ডার্মস্টোর, এনভি মেডিকেলের মতো হাইএন্ড ব্র্যান্ডগুলো তৈরি করছে এসব এক্সফোলিয়েটিং ময়শ্চারাইজার।
Related Projects