৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে, এর আগের দিন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। এর থিম ছিল ‘ইন্সপায়ার ইনক্লুশন’।
রিজেন্সির নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফআইএইচ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সকল নারী সহযোগীর উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও বলা হয়, ঢাকা রিজেন্সি তার নারী সহযোগীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই বছর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নারীদের উৎসাহ প্রদানে তাদের সাফল্য উদযাপনের জন্য বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সমিতির সঙ্গে যুক্ত হয়েছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে