ব্যস্ত শহর ঢাকায় ‘ক্রেম দে লা ক্রেম’ নামে নতুন কফি শপ যাত্রা করেছে। গুলশানে ওয়েস্টিন হোটেলের ঠিক পাশেই সুন্দর ইন্টেরিয়র আর আলো-আঁধারীর পরিবেশ নিয়ে কফিপ্রেমীদের জন্য সাজানো হয়েছে কফি শপটি। শনিবার সন্ধ্যায় ‘ক্রেম দে লা ক্রেম’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সংগীতশিল্পী ফাহমিদা নবী। এ সময় উপস্থিত ছিলেন মিসমি ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কুনো টাকিহিকো, ব্যবস্থাপনা পরিচালক মইনুল তাহমিদ। ‘আজকের খাবারই আগামী দিনের স্বাস্থ্য’ প্রতিপাদ্য সামনে রেখেই কফি শপটি কফিপ্রেমীদের আসল কফির স্বাদ দিতে চায়। ক্রেম দে লা ক্রেম এমন একটি কফি শপ, যেখানে পাওয়া যাবে সরাসরি জাপান থেকে আমদানি করা কফি বীজ থেকে তৈরি কফি। চার পদ্ধতিতে কফি তৈরির কৌশল ছাড়াও সর্বাধুনিক ইতালিয়ান এসপ্রেসো কফি মেশিনে তৈরি সুস্বাদু কফি পরিবেশন করা হবে এখানে। এ ছাড়া ক্যাপাচিনো, এসপ্রেসো, আমেরিকানো, ল্যাতে, মোকাসহ নানা ধরনের ঠান্ডা ও গরম কফি পাওয়া যাবে এখানে। কফি ছাড়াও নানা ধরনের চায়ের আয়োজন রয়েছে ক্যাফেটিতে।
Related Projects
‘#ক্রিয়েট অন টিকটক’ বিজয়ী যারা
- February 7, 2024
মোবাইল ডিভাইস ব্যবহার করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরিতে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে টিকটক