skip to Main Content

গ্রীষ্মকে বিদায় জানানো গেছে। বর্ষাও শেষ। এখন শরতের সূচনা। শরৎ পার করে হেমন্ত থেকে হিমেল হাওয়ায় শৈত্যের স্বাদ পাবো আমরা। তারপর শীতের সময়। যে শীতের প্রার্থনায় কবি ভাস্কর চক্রবর্তী লিখে গেছেন, ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’ বিষাদের ভাস্কর অবশ্য শীতের সময়টুকু ঘুমিয়ে কাটাতে চেয়েছিলেন। কিন্তু বিষাদের সেই যাপন- তা তো কবির নিজস্ব। আরবান জগৎ চায় শীতে মেতে থাকতে। সুপর্ণাদের সঙ্গে অথবা বনলতা সেনদের সঙ্গে বাস্তবিক যাপনে মেতে উঠতে। সুপর্ণা কিংবা বনলতা বাংলার কাব্য জগতের রূপকল্পের প্রতিমা হয়তোবা অথবা অন্য কোনো আলোছায়া জগতে ডুবে যাওয়ার ইশারা। কিন্তু কবিতার বাইরেও ফ্যান্টাসির যে জগৎ, যে জগৎকে নাড়া দেয় কামমুর্ছনার অনুষঙ্গগুলো, সেই যৌন-ইশারাকে সম্বল করে শীতের অদূরে প্রস্তুত বিশ্বের বেশ কয়েকজন মডেল। এই হটেস্ট মডেলকে ঘিরে ফ্যাশন ম্যাগাজিনগুলোর আগ্রহ তুঙ্গে। এরাই নাকি আসন্ন শীতকালকে উষ্ণ করে তুলবেন- অন্তত বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের তেমনটাই দাবি। ইনস্টাগ্রামে এই সকল সুন্দরী মডেলদের মধ্য থেকে ১২ জন মডেলের শারীরিক বিভঙ্গের সৌন্দর্য আমরা ভাগ করে নিলাম পাঠকের সঙ্গে।

অ্যালেক্সিস রেন


কেট আপটন


আলেকজান্দ্রা আমব্রোসিও

এলিজাবেথ হার্লে

এমিলি সার্স

সারা আন্ডারউড

কারাজে ওয়েল

জোসফিন স্ক্রিভার

আবিগেইল র‍্যাচফোর্ড

অ্যাশলে গ্রাহাম

সালমা হায়েক

লিলি আল্ডরিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top