প্যারিস ফ্যাশন উইকে র্যাম্প মডেল হিসেবে চোখ ধাঁধানো অভিষেক ঘটেছে ‘পপ সম্রাজ্ঞী’ ম্যাডোনার কন্যা লর্ডেস লিওনের। গত শনিবার (২৫ জুন ২০২২) ২৫ বছর বয়সী লর্ডেস ক্যাটওয়াক করেন ম্যারিন সেরি’র রানওয়ে শোতে। এ সময়ে তার পরনে ছিল লেবেলটির সিগনেটার মুন প্রিন্টে ভরা একটি স্কিনটাইট ক্যাটস্যুট।

২৫ জুন ২০২২: প্যারিস ফ্যাশন উইকে লর্ডেস লিওন। ছবি: এএফপি/গেটি ইমেজ
এ ছাড়াও বেশ কয়েকটি স্বর্ণালংকার গায়ে পরেছিলেন লিওন। যারমধ্যে ছিল চেইন নেকলেস ও বেল্ট, ব্রেসলেট ও কানের দুল। সেন্টার পার্টে স্টিক-স্ট্রেইট করে সাজানো তার লাল চুল, এবং ড্রামাটিক ক্যাট আই ও গ্লোসি লিপে লিওন বেশ দাপটের সঙ্গে সবার দৃষ্টি কেড়ে নেন ওই ক্যাটওয়োকে।
বলে রাখা ভালো, প্যারিস ফ্যাশন উইকে ম্যাডোনার এই সবচেয়ে বড় সন্তানের এটিই প্রথম ক্যাটওয়াক হলেও স্টাইল ওয়ার্ল্ডে তিনি নাম লিখিয়েছেন বেশ আগেই। ২০১৮ সালের নিউইয়র্ক ফ্যাশন উইকে জিপসি স্পোর্টের রানওয়ের মাধ্যমে এ দুনিয়ায় প্রথম পদচিহ্ন পড়ে তার।
মডেলিং জগতে নিজের পথচলা সম্পর্কে এক সাক্ষাৎকারে লিওন বলেন, ‘লোকে আমাকে মেধাহীন ধনীর দুলালি ভাবে, অথচ আমি তা নই।’ তাতেই বোঝা যায়, মায়ের খ্যাতিতে তলিয়ে না গিয়ে বরং বহুদূর পথচলার স্বপ্ন তার।
- সূত্র: পেজ সিক্স/নিউইয়র্ক পোস্ট