দেশের সর্বাধিক বিক্রিত স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলা’র উদ্যোগে গত ১৬ ই সেপ্টেম্বর, শুক্রবার আয়োজিত হয় “স্টেলা ফান ডে ২০২২”। কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত এই মেগা কার্নিভালে, কুমিল্লা বিভাগের পরিবেশকদের দেড় শতাধিক আমন্ত্রিত প্রতিনিধি অংশ গ্রহন করেন। দিনব্যাপী ছিল নানা আনন্দ আয়োজন। পরিবেশক প্রতিনিধিরা ছাড়া স্টেলা স্যানিটারি ওয়্যার ও আবুল খায়ের সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
Related Projects
যদি আসে বৃষ্টি…
- October 1, 2024
নিজের জন্যে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে এই আবহাওয়া হয়ে উঠতে পারে উপভোগ্য