স্ট্রেইটনিং কিংবা রিবন্ডিংয়ের মতো কেমিক্যাল হিট ট্রিটমেন্ট ছাড়াই পেতে পারেন সটান সোজা চুল। হেয়ার স্ট্রেইটনিং প্যাক ব্যাবহারে। সহজে তৈরি করা যায় বাসায় বসেই। নিয়মিত চুলে মাখলে তফাতটাও চোখে পড়ে কম সময়ের মধ্যেই। স্ট্রেইটনিংয়ে প্যাক তৈরিতে লাগে গুটি কয়েক উপকরণ। দরকার পড়বে চালের গুঁড়া, মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে সমপরিমাণ মুলতানি মাটি মিশিয়ে নিন। সঙ্গে মেশান চার টেবিল চামচ অ্যালোভেরা জেল। তবে হাতের কোছে অ্যালোভেরা জেল না থাকলে ডিমের সাদা অংশও মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে দুটো ডিমের সাদা অংশ প্রয়োজন হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাখার আগে চুল পরিষ্কার করে নিন। তারপর ভালো করে আঁচড়ে নিতে হবে। ছোট ছোট ভাগ করে নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে চুলে। অপেক্ষা করুন নির্দিষ্ট সময় পর্যন্ত। মিনিট বিশেক রেখে চুল পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুবার করে এ মিশ্রণ ব্যবহার করে দেখুন মাসখানেক। চুল সোজা হতে বাধ্য। হেয়ার প্যাকের উপাদানের পরিমাণ কম-বেশি হতে পারে চুলের দৈর্ঘ্যর ওপর নিভর করে।
Related Projects
কেয়ার অব ঢাকার শাড়ি ফেস্ট
- January 30, 2024
২৩টি দেশীয় শাড়ির উদ্যোগ অংশগ্রহণ করছে এ আয়োজনে। বৈচিত্র্যমতায় পরিপূর্ণ। প্রাকৃতিক রং দিয়ে করা শাড়ি থেকে শুরু করে হ্যান্ডপেইন্ট, ডিজিটাল প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই, মনিপুরী, জামদানি-- নানা ধরনের দেশীয় শাড়ি থাকছে
ইনফিনিক্স ইনবুক এক্স২: পেশাদারদের নিত্যসঙ্গী
- May 26, 2024
দুর্দান্ত ভিজ্যুয়ালের জন্য ল্যাপটপটিতে যুক্ত করা হয়েছে ১০০% এসআরজিবি প্রফেশনাল ডিসপ্লে