উৎসবমুখর বসন্ত উদযাপন করার জন্য অঞ্জন’স প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস নিয়ে অঞ্জন’স এর এবারের বসন্ত আয়োজন। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের গহনা পাওয়া যাবে এবারের আয়োজনে। শিশু কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রঙ বেশি প্রাধান্য পেয়েছে এবারের বসন্তের আয়োজনে। ডিজাইনেও বেশ বৈচিত্র থাকছে। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য পেয়েছে। কাপড় হিসেবে বেছে নেয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন।
Related Projects
রঙ বাংলাদেশ ঈদ কালেকশন
- March 2, 2025
এবারের থিম ‘আল হামরা মসজিদ’, ‘টি’নালক উইভিং’ ও ‘ডিলাইট ইন ডিজাইন-- ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’

