skip to Main Content
ঈদ শপিংয়ে সাবধানতা

দরজায় কড়া নাড়ছে ঈদ। শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। বরাবরের মতো এবারও থাকছে নিরাপত্তার প্রশ্ন। প্রিয়জনদের সঙ্গে করা ঈদ যেন মাটি হয়ে না যায়, সে জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি কিছু নির্দেশনায়ও মেনে চলতে বলছেন। চলুন, জেনে নিই মার্কেট ও শপিং মলগুলোতে সতর্ক থাকতে যেসব নির্দেশনা মেনে চলবো।

১. ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রাইভেট কার ও মাইক্রোবাস ব্যবহার করুন। নিরাপত্তার অভাব অনুভব করলে পুলিশের সহায়তা নিন।

২. অনুমোদিত স্থানে গাড়ি অথবা মোটরসাইকেল ভিড়িয়ে রাখুন। গাড়ি থেকে বের হয়ে দরজা লক করেছেন কিনা খেয়াল করুন। মোটরসাইকেল আরোহীরা দুই চাকায় লক লাগিয়ে তবেই বাহন ত্যাগ করুন।

৩. বিপনিবিতানগুলোতে দামি গয়না পরিধান করে যাবেন না। ঘর থেকে বের হওয়ার আগেই এ সতর্কতামূলক ব্যবস্থাটি গ্রহণ করুন।

৪. মার্কেট ও শপিং মল গুলোতে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়িয়ে চলুন।

৫. খানিকক্ষণ পরপর পকেটে মানিব্যাগ ওয়ালেট চেক করুন। কারণ, আপনার অজান্তেই তা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।

৬. যত দূর সম্ভব দিনের বেলায় কেনাকাটা সম্পন্ন করুন। অধিক রাত করে কেনাকাটা করবেন না।

৭. ইভ টিজিং রোধে মার্কেট কমিটি অথবা পুলিশের সহায়তা নিন।

৮. কোনো সন্দেহজনক নজর বা কেউ আপনাদের অনুসরণ করছে এমন বুঝলে দ্রুত তা পুলিশকে অবহিত করুন।

৯. জরুরি নম্বরগুলো কোথাও লিখে অথবা মোবাইল ফোনে সেভ করে নিন।

যেকোনো প্রয়োজনে সাহায্য পেতে সরাসরি ফোন করুন:  

জাতীয় জরুরি সেবা: ৯৯৯

পুলিশ কন্ট্রোল রুম: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০।

ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

ডিবি কন্ট্রোল রুম: ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০ (ডিএমপি)

ডিএমপি মিডিয়া সেন্টার: ০১৭১৩-৩৯৮৭৫৬-৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top