skip to Main Content
করপোরেট প্রিমিয়াম লিগে চ্যাম্পিয়ন লায়লা গ্রুপ

গেল অক্টোবরের প্রথম সপ্তাহে উদ্বোধন হওয়ার পর প্রায় এক মাসের জমজমাট লড়াই শেষে অনুষ্ঠিত হয়ে গেল ‘গেমস আওয়ার করপোরেট প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি’ ক্রিকেটের দ্বিতীয় মৌসুমের গ্র্যান্ড ফিনালে। দেশের নামকরা করপোরেট টিমের মধ্যে এ মৌসুমে মোট অংশগ্রহণকারী দল ছিল ৭টি– সিটি ব্যাংক, দারাজ, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, স্টারগেজ ইন্টারন্যাশনাল, লায়লা গ্রুপ এবং আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাব।

গ্রুপ স্টেজে ২টি ভেন্যুতে মোট ২১টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয় দলগুলো। টেবিলের অবস্থান অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দল দুটির মধ্যকার ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় লায়লা গ্রুপ। রানার্স আপ মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক।

পয়েন্ট টেবিলে থাকা তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার লড়াইয়ে স্টারগেজকে হারিয়ে প্লেট ফাইনালে বিজয়ী হয় সিটি ব্যাংক। অন্যদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থানের মধ্যকার লড়াইয়ে আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাবকে হারিয়ে বোল ফাইনাল জিতে নেয় ইস্টার্ন ব্যাংক। এ ছাড়াও ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জয় করে দারাজ।

গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টজুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে তিনটি ব্যক্তিগত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাতে ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং বোলার অব দ্য টুর্নামেন্ট– দুটি পদকই জিতে নেন লায়লা গ্রুপের এ.কে.জেড. শিপন; অন্যদিকে, ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছন সিটি ব্যাংকের শোভন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর মিনহাজুল আবেদীন নান্নু। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, এবং বাংলাদেশ ক্রিকেট বার্ডের হেড অব প্রোগ্রামস ডেভিড মোর। আরও উপস্থিত ছিলেন অনরুটে ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর-মার্কেটিং শওকত আলী মিয়া, একই প্রতিষ্ঠানের সিওও শাহজাদ হোসেন জিসান এবং গেমসআওয়ারের ডিরেক্টর সাকিফ আহসান।

  • ফুয়াদ/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top