skip to Main Content
কেয়ার অব ঢাকার শাড়ি ফেস্ট

বিশেষ দিবসের পোশাক হিসেবে শাড়ি চোখে পরে সবচেয়ে বেশি। আর, কিছু মানুষের রোজকার ওয়্যারড্রোব প্ল্যানিং জুড়েও থাকে শাড়ি।

সেই চাহিদা বসন্ত বরণ, ভালোবাসা দিবস, সরস্বতী পূজা ও ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে কেয়ার অব ঢাকা আয়োজন করেছে শাড়ি ফেস্ট। প্ল্যাটফর্ম অনলাইন। ওয়েব অ্যাড্রেস: https://www.facebook.com/careofdacca

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) শুরু হওয়া এ উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি অবধি। মোট ২৩টি দেশীয় শাড়ির উদ্যোগ অংশগ্রহণ করছে এ আয়োজনে। বৈচিত্র্যমতায় পরিপূর্ণ। প্রাকৃতিক রং দিয়ে করা শাড়ি থেকে শুরু করে হ্যান্ডপেইন্ট, ডিজিটাল প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই, মনিপুরী, জামদানি– নানা ধরনের দেশীয় শাড়ি থাকছে।

মোটমাট ২৩ টি ব্র্যান্ড অংশ নিচ্ছে– আ-মাহ্-রা, খাদি: খাদি বাই নুভিয়া, আর্ট পেইন্ট বাউ সাকিয়া, কল্পতরু, দেশী বুনন, জাফনাহ্ কালেকশন, কটন রুটস, পাতা বাহার, লাবণ্য, ইয়ামিনস, অন্দর, পোশাক বাই তান্নাস, সুরঞ্জনা, শুচিস কালেকশন, ঋতি, তাঁতি আর তাঁত, আরবান ভোগ, সৌবন্তিক, উই ক্র্যাফট, সরলা, রাজকন্যার বসন, জ্যানেট’স ক্রিয়েশন এবং স্বপ্নছোঁয়া লাইফস্টাইল।

কেয়ার অব ঢাকা নিয়মিত ইভেন্ট আয়োজন করে। কিন্তু ঢাকাকেন্দ্রিক হওয়ায় দেশব্যাপী তৈরি হওয়া ক্রেতাদের কাছে পৌছানো সম্ভব হয় না। অনলাইন প্ল্যাটফর্ম এ ক্ষেত্রে সমাধান হতে পারে বলে মনে করেন আয়োজকেরা।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top