এবারের ঈদের আয়োজনে পোশাক ব্র্যান্ড কে-ক্র্যাফটে থাকছে বিভিন্ন ফ্যাব্রিকের সমন্বয়। তাতে শাড়ি, সালোয়ার কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টি-শার্ট, টপস-স্কাট, পাঞ্জাবি ও শার্ট- সবই থাকছে। বরাবরের মতো থাকবে যুগল ও ফ্যামিলি পোশাক। ফ্যাব্রিকে থাকছে হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, ডবি ডিজাইন কটন, হাফ সিল্ক, কোটা মসলিন, জ্যাকার্ড, জর্জেট ইত্যাদি। মোটিফের মধ্যে স্থান পাচ্ছে ক্রিট, আফ্রিকান, কালামকরি, এথনিক, ইসলামিক, জ্যামিতিক, জামদানি, ফ্লোরাল, টেক্সটাইল টেক্সচার। লেয়ারড স্টাইলের মধ্যে পাওয়া যাচ্ছে কামিজ ও কুর্তি, ড্রপ-স্লিপ ও কোল্ড স্লিপ, এ-লাইন কামিজ ও কুর্তি, আনারকলি স্টাইল, ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল এবং ক্ল্যাসিক কামিজ প্যাটার্ন। নেক লাইন, হেম-স্লিভেও বৈচিত্র্য আনা হয়েছে। কে-ক্র্যাফট এবার এনেছে বিভিন্ন রঙের সমাহার। উল্লেখযোগ্য কয়েকটি রঙ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। যেমন কালো, সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, কফি, অ্যাশ, বিস্কিট, সাদা, লাইট আকাশি, পেস্ট-বারগেন্ডি ইত্যাদি। পোশাকের এসব আয়োজন কে-ক্র্যাফটের প্রতিটি শোরুম ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
Related Projects
একটা বগা ক্যানভাস
- September 26, 2025
জনপ্রিয় কণ্ঠশিল্পী বগা তালেব আসছেন এক বিশেষ সংগীতসন্ধ্যা নিয়ে
প্রি-ফল ২০২৫: চেরি ফুলে ছাওয়া জাপানি টেম্পলে ডিওর
- April 17, 2025
অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত এবং জাপানের সবচেয়ে উঁচু কাঠের স্থাপনা এই টেম্পলের খোলা চত্বরে কালেকশন প্রদর্শন করেন ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর

