skip to Main Content

অনেকেই স্বল্প ছুটিতে কোনো দেশে ঘুরতে যান। তাদের পছন্দের শীর্ষে থাকে বিশ্ব ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানগুলো। তারা গন্তব্য হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন সৌদি আরব। কারণ, দেশটিতে আছে বেশকিছু রোমাঞ্চকর, চমকপ্রদ ও ঐতিহাসিক স্থান। স্পা ট্রিটমেন্ট ও নানা সংস্কৃতির খাওয়াদাওয়ার সুযোগ থেকে শুরু করে আছে চমৎকার দর্শনীয় স্থান, বুটিক ও শপিং মল। পর্যটকদের জন্য নতুন করে আকর্ষণীয় হয়ে উঠেছে দেশটি।

আলউলা: বেলুনে উড়ে ঘুরে দেখুন ২ লক্ষ বছরের ইতিহাস

সৌদির প্রথম কোনো স্থান হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্বীকৃতি পেয়েছে আলউলা। বালি ও পাথুরে ভূমির এই বাদামি উপত্যকায় আছে সৌদি’র অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের এক অনন্য ব্যবস্থা। বেলুনে চড়ে আকাশে ভেসে এই উন্মুক্ত জাদুঘরের স্বাদ নেওয়া যাবে হেগরা থেকে এলিফ্যান্ট রক পর্যন্ত। দেখা মিলবে ২ লক্ষ বছরেরও আগের ইতিহাসের।

আল বালাদের রাস্তায় দেখুন ইতিহাস ও ঐতিহ্য

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ। জায়গাটি বেশি পরিচিত ‘ঐতিহাসিক জেদ্দা’ বা ‘পুরোনো শহর’ নামে। জেদ্দা’র আল বালাদ জেলায় দেখা যাবে সপ্তম শতকের স্থাপত্য। এই চমৎকার স্থাপত্যগুলো পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পেছনে। আগ্রহী ক্রেতাদের জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ আছে নানা ধরনের মসলা, গয়না, টেক্সটাইল ও পারফিউমসহ অনেক কিছু। স্মৃতি হিসেবে নেওয়ার জন্য পাওয়া যাবে হরেক রকম স্যুভেনির। রাস্তার পাশের এসব দোকান ছাড়াও বিশেষ কিছু আকর্ষণ আছে এই জায়গায়। যেমন, সুন্দর গয়নার জন্য যাওয়া যাবে আল বালাদ গোল্ড মার্কেটে; আর লেখকদের লেখা ফিকশন কিংবা ঐতিহাসিক বইয়ের জন্য যেতে পারেন আওয়ার ডেইজ অফ ব্লিস বুকশপে।            

সিক্স সেন্সেস সাউদার্ন ডুনস: লোহিত সাগরের মনোমুগ্ধকর সৌন্দর্য্য

পরিপূর্ণ অবকাশযাপনের জন্য সোজা চলে যাওয়া যায় সিক্স সেন্সেস সাউদার্ন ডুনস স্পা-তে। সৌদির লোহিত সাগর উপকূলের বালিয়াড়িতে অবস্থিত এই স্পাতে আছে অসাধারণ সব অন্দরসজ্জা। সৌদির পরিবেশের প্রতিফলন ঘটানো হয়েছে সেখানে। সারা স্পা জুড়ে বিরাজ করা স্নিগ্ধ সুগন্ধ এই অঞ্চলের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে। স্পা-তে থাকা চমৎকার আয়োজন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে আরবের সুস্থতার ঐতিহ্য ফুটে ওঠে। এছাড়া আছে হাতে-কলমে শেখার ব্যবস্থা বা কর্মশালা। সেখানে মসলা ও সুগন্ধি থেকে স্কিনকেয়ার পণ্য তৈরি করা শেখানো হয়। শত শত বছর আগে আরবের প্রাচীন নাবাতেন জনগোষ্ঠীর সঙ্গে বাণিজ্যের মাধ্যমে এসব মসলা ও সুগন্ধি এই অঞ্চলে প্রবেশ করে।

 ভিআইএ রিয়াদে কেনাকাটা ও খাওয়াদাওয়া সেরা 

বিলাসবহুল অভিজ্ঞতার সঙ্গে কেনাকাটা ও বিনোদনের জন্য চমৎকার ওয়ান-স্টপ গন্তব্য হতে পারে ভিআইএ রিয়াদ। স্থানীয় ঐতিহ্যের ছাপ রয়েছে জায়গাটিতে। বেলুচ্চি, ডলচে অ্যান্ড গ্যাবানা, টম ফোর্ড, ব্র্যান্ডন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন বিখ্যাত ডিজাইনারের ব্র্যান্ড স্টোরও রয়েছে এখানে। সারাদিনের কেনাকাটা শেষে আপনার মাকে নিয়ে যেতে পারবেন সুন্দর কোনো রেস্টুরেন্টে। সুস্বাদু এশিয়ান খাবার বা ফরাসি ক্যাফে— সব ধরনের এবং সবার পছন্দের খাবারই এখানে আছে। স্বাচ্ছন্দ্যময় দুর্দান্ত সব অভিজ্ঞতা নিতে যাওয়া যাবে রেনেঁসা সিনেমায়।

সৌদি সরকার দেশটিতে ভ্রমণ এখন অনেক সহজ করেছে। ভিসা প্রক্রিয়া ক্রমাগত উন্নত করা হচ্ছে। এখন বিশ্বের ৬৩টি দেশ ই-ভিসা প্রোগ্রামের আওতায় আছে, সঙ্গে আরও আছে ৯৬ ঘণ্টার ফ্রি স্টপওভার ভিসা।

 

ভিজিট সৌদি:     

সারা বিশ্বের সামনে সৌদি আরবকে তুলে ধরা এবং ভ্রমণকারীদের দেশটির অনন্য দিকগুলো উপভোগ করার জন্য স্বাগত জানাতে কাজ করছে কনজিউমার ব্র্যান্ড ভিজিট সৌদি। সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ও উপভোগে সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্যও প্রদান করে তারা। পৃথিবীর দ্রুততম বর্ধনশীল গন্তব্য হিসেবে সৌদি আরব এখন পরিণত হয়েছে সারা বছর জুড়ে ঘুরতে যাওয়ার মতো একটি গন্তব্যে।

আরও জানতে এবং আপনার ট্রিপের পরিকল্পনা করতে ভিজিট করুন: http://www.visitsaudi.com/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top