skip to Main Content
জর্জিও আরমানি পেলেন ইতালির সর্বোচ্চ বেসামরিক পদক

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইতালির রোমের পালাজ্জো দেল কিরিনালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক গ্রহণ করেছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনন্য অবদান রাখায় তাকে ‘নাইট গ্র্যান্ড ক্রস’ পদকে ভূষিত করা হয়।

৮৭ বছর বয়সী এই ফ্যাশন কিংবদন্তির হাতে পুরস্কার তুলে দেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা; খবর ভোগ ইউএসএ’র।

‘এ সম্মান আমার কাছে বিশেষ অর্থবহ। কেননা, এটি আমাদের প্রেসিডেন্টের তরফ থেকে এসেছে, যিনি এ দেশের রাষ্ট্রপ্রধানই শুধু নন, বরং যার মর্যাদাবোধ, উদারতা ও মহানুভবতা সকল প্রশ্নের উর্ধ্বে,’ বলেন আরমানি।

১৯৩৪ সালে ইতালিতে জন্ম নেওয়া আরমানি ব্যক্তিজীবন ও ব্যবসায়িক অংশীদার, অর্কিটেক্ট সার্জিও গালেওত্তির সঙ্গে ১৯৭৫ সালে নিজের প্রথম কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯০-এর দশকে বিলাসবহুল ফ্যাশনে আধিপত্য বিস্তার করে তার ডিজাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top