পোশাক ব্র্যান্ড দেশালের পোশাকে সাধারণত ফুল, পাতার নকশা থাকে। কিন্তু এ বছর ঈদ উপলক্ষে অন্যান্য পোশাক ব্র্যান্ডের মতো দেশালও নকশায় বৈচিত্র্য এনেছে। পোশাকের রঙ, ফর্ম এবং কম্পোজিশনে উঠে এসেছে ভিন্নতা। তাই স্টাইলের নাম দেওয়া হয়েছে চেনা তবু চেনা নয়। নকশাগুলো মূলত দূর থেকে দেখলে মনে হবে ফুল, তবে খুব কাছ থেকে দেখলে দেখার ধরন পাল্টে যায়। ফুলটির ফর্ম পরিবর্তন হয়ে শুধু মোটা দাগের কিছু লাইন, রঙ আর রঙের মিশ্রণ চোখে পড়বে। তেমনি পাতার শিরা, সবজির টুকরো, পাটির বুনন, আড়াআড়িভাবে কাটা রসুন পেঁয়াজ, বুনো ফলের ভেতরের অংশ, পুরোনো কাঠের তক্তার আঁশের দাগ, ছত্রাক, ব্যাঙের ছাতা, আদিবাসীদের হাতে বোনা ঝুরির বুনন- এগুলো আতশী কাচের মধ্য দিয়ে বা আণুবীক্ষণিক দৃষ্টির মাধ্যমে দেখা হয়েছে। তারপর ফর্মগুলোকে বেছে নিয়ে পোশাকগুলোর নকশা সাজানো হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য পোশাকের নাম হলো রঙিন ঢেউ বেগুনি ও স্যাফরন, রঙিন ঢেউ নীল, কুসুম, কড়ি ইত্যাদি। কটনের এসব পোশাক অ্যাপ্লিকে, হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টসহ বিভিন্ন অলংকরণে তৈরি হয়েছে। পাওয়া যাচ্ছে ভিন্ন দামে।
Related Projects
৭৫ দিনে হাতে বোনা শাড়িতে আলিয়া
- May 5, 2025
ওয়েভস ইন্ডিয়া সামিটে জমকালো শাড়ি পরে হাজির হয়ে দ্যুতি ছড়িয়েছেন বলিউড ডিভা
মিডিয়া এজেন্সি এমবিআই ও কনজ্যুমার ব্র্যান্ড এসিআইয়ের চুক্তি
- June 28, 2018
বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাল্টি-কনজ্যুমার
নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশের মারিয়াম
- September 25, 2025
দশ জন বিদেশি ডিজাইনারের নকশা করা পোশাক পরে হাঁটেন তিনি

