চোখ আর ঠোঁটে আঁকিবুঁকির দিন পেরিয়ে গেছে বহু আগে। নৈপুণ্য দেখানোর সময় এখন নাকের ডগায়। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ইনস্টাগ্রাম বলছে, নেক্সট বিউটি ট্রেন্ডের তালিকায় ইতিমধ্যেই যুক্ত নোজ আর্ট। ফলাফল- সেলিব্রিটি স্টাইলিস্ট থেকে খ্যাতনামা বিউটি ইনফ্লুয়েন্সাররা নাকে বোলাচ্ছেন পেইন্টিং ব্রাশ। শ্যাডো আর লাইনার দিয়ে নাকে ফুটছে ফুল, উড়ছে প্রজাপতি। এমনকি রাতের তারাও নেমে আসছে নাকের ডগায়। তবে নোজ আর্ট নিয়ে বিরক্তিতেও নাক কুঁচকে যাচ্ছে অনেকের। মেকআপ বিশেষজ্ঞরা বলছেন, আসছে সময়ের এক্সপেরিমেন্টাল মেকআপ মুভমেন্টকে অন্যতর লুক দেয়ার সার্বক্ষণিক চেষ্টার ফলে অন্যতর এবং অসম্ভব দেখানো এসব সাজ যুক্ত হচ্ছে ট্রেন্ডে। করে নিচ্ছে পাকাপোক্ত অবস্থান।
Related Projects
ডোরিন প্রোপার্টি স্প্রিং ফেয়ার
- March 11, 2024
আবাসিক থেকে বাণিজ্যিক-- সকল পর্যায়ের বৈচিত্র্যময় প্রোপার্টির প্রদর্শন ঘটছে এখানে

