skip to Main Content
নায়করাজকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হচ্ছে ৯০ মিনিট ব্যাপ্তির বায়োপিক। বায়োপিকের নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। এটি নির্মাণ করছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
নায়করাজ রাজ্জাক গত বছরের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন। সেই অনুযায়ী এ বছরের ২১ আগস্ট পালিত হবে সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। সে সময়ে ঈদুল আজহার উৎসব থাকায়, ঈদ উৎসবের আগেই ১৭ আগস্ট বেলা সাড়ে ৩টায় চ্যানেল আই-তে প্রচার করা হবে বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। বায়োপিকটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হয়েছে।
নায়করাজ রাজ্জাকের মৃত্যুর আগে থেকেই এই বায়োপিক নির্মাণের কাজে হাত দিয়েছিলেন শাইখ সিরাজ। তিনি রাজ্জাকের একটি দীর্ঘ সাৎক্ষাৎকার নিয়েছেন। একই সঙ্গে রাজ্জাকের কলকাতায় বেড়ে ওঠার বসতবাড়ির বর্তমান অবস্থা, সেখানে রাজ্জাকের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা সংযোজন করেছেন বায়োপিকে।
পাঠকদের জানার জন্য এখানে বলে রাখা ভালো, নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল নাকতলা এলাকার জমিদার। রাজ্জাক কলকাতার বাশদ্রোণীর কাছে খানপুর হাইস্কুলে পড়াশোনা করেন। ১৯৬৪ সালের কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হলে এক রাতে বাড়ি ছেড়ে পালিয়ে এক হিন্দু পরিবারের বাড়িতে আশ্রয় নেন রাজ্জাক পরিবার।  পরের দিন ২৬ এপ্রিল পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন তারা।
শাইখ সিরাজ নির্মিত বায়োপিকে নায়করাজ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ ও গানও সংযোজন করা হয়েছে
জানা গেছে, বায়োপিকটি ফিল্ম আর্কাইভেও সংরক্ষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top