সবচেয়ে বেশি পারিশ্রমিক, অভিনয়ে দক্ষতা, অকপট আচরণ কিংবা নজরকাড়া স্টাইল স্টেটমেন্ট- ইত্যাদি খবরে সোনম কাপুর শিরোনামে থাকেন হরহামেশাই। সম্প্রতি তিনি সবচেয়ে বেশি মেতেছিলেন তার বিয়ে নিয়ে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৮ মে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই বলিউড ডিভা। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। পেশায় ব্যবসায়ী। ভানি নামক একটি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিইও এবং কো-ফাউন্ডার আনন্দ। ভেজ নন-ভেজ নামে দিল্লিতে একটি মাল্টি ব্র্যান্ড স্নিকার বুটিকও আছে তার। সেই সঙ্গে তিনি শাহি এক্সপোর্টের ম্যানেজিং ডিরেক্টর, যার বার্ষিক টার্নওভার তিন হাজার কোটি রুপির কাছাকাছি। ২০১৪ সালে সোনমের স্টাইলিস্ট ডিজাইনার পার্নিয়া কুরেশির মাধ্যমে পরিচয় দুজনের। বিয়ের বার্তাটি কাপুর ও আহুজা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। বিয়ের আসর বসবে সোনমের মা সুনীতা কাপুরের দাদির বাড়িতে। আর সংগীত, মেহেদির জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সোনমের সম্প্রতি কেনা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভবনের ব্যাঙ্কোয়েট হল। রিসেপশন এবং অতিথিদের থাকার জন্য ভাড়া নেওয়া হয়েছে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেল। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠান নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বর-কনের বাড়িতে। আলোকসজ্জা দেখা গেছে অনিল কাপুরের বাড়িতে, বেড়েছে বলিউড সেলিব্রিটি আর মেহমানদের আনাগোনা।
Related Projects
শেষ হলো ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে
- February 16, 2022
বসন্ত উদযাপন উপলক্ষে যমুনা ফিউচার…

