skip to Main Content
‘প্রেমের নাটক’-এ কামব্যাক এয়ারটেলের

সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) রাজধানীর মহাখালির এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের হল-১-এ অনুষ্ঠিত হয়ে গেল এয়ারটেল প্রেজেন্ট’স ‘প্রেমের নাটক’-এর স্ক্রিনিং। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন।

এ আয়োজনে দেশসেরা করপোরেট ব্যক্তিত্ব, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী, ইনফ্লুয়েন্সার, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ৪৫ মিনিট ব্যাপ্তির নাটকটির স্ক্রিনিং শুরু হয় রাত ৮টায়। এতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, মোর্শেদ মিশু, সাবা, রাগিব প্রমুখ।

‘প্রেমের নাটক’-এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নাটকে ফিরেছে এয়ারটেল। তাদের নিবেদনে একটি অন্য লেভেলের প্রেমের নাটক প্রচার হতে যাচ্ছে। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই নাটকও তুমুল দর্শকপ্রিয়তা লাভ করবে বলে এয়ারটেল সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বলে রাখা ভালো, কয়েক বছর আগেও নিয়মিত নতুন টেলিফিল্ম প্রযোজনা করত দেশের এই অন্যতম জনপ্রিয় টেলকো ব্র্যান্ড। এয়ারটেল নিবেদিত প্রতিটি টেলিফিল্মই তরুণ দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। দর্শকেরা সারা বছর অপেক্ষা করতেন এয়ারটেলের স্পেশাল নাটক বা টেলিফিল্মের জন্য। একেকটি টেলিফিল্ম থেকে তরুণদের মাঝে ছড়িয়ে যেত নিত্য নতুন ট্রেন্ড, মজার সব শব্দ আর দেখা মিলত নতুন মুখের, যাদের অনেকেই আজ জনপ্রিয় তারকা। অভিনেত্রী সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া এবং অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির আর গায়ক প্রীতম হাসানের অভিনয়ে হাতেখড়ি এয়ারটেল নিবেদিত টেলিফিল্মের মাধ্যমেই।

পূর্বে প্রচারিত এয়ারটেলের নাটকগুলোর মধ্যে অন্যতম হলো শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসি তাই’ (২০১০), ‘ভালোবাসি তাই, ভালোবেসে যাই’ (২০১১); আদনান আল রাজীব পরিচালিত ‘১৮+ অল টাইম দৌড়ের উপর (২০১২)’; ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘আমাদের গল্প’ (২০১২); তানিম হাসান অংশু পরিচালিত ‘ইম্পসিবল’ (২০১৩); সামীর পরিচালিত ‘অরুণোদয়ের তরুণদল’ (২০১২); শাফায়েত মানসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ (২০১৪); রেদওয়ান রনি পরিচালিত ‘ভালোবাসা ১০১’ (২০১৪); রাহাত রহমান পরিচালিত ‘মাংকি বিজনেস’ (২০১৫), ‘কিক অফ ম্যাডভেঞ্চার’ (২০১৩) ইত্যাদি।

২০১৮ সালে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ম্যাডভেঞ্চার’ ছিল এয়ারটেলের শেষ প্রযোজনা। তারপর প্রতি বছরই দর্শক উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করেছেন এয়ারটেলের নতুন টেলিফিল্মের জন্য। ইউটিউব, এয়ারটেলের ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নতুন নাটক কবে আসবে জানতে চেয়ে কমেন্ট করেছেন অগণিত মানুষ।

  • ফুয়াদ/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top