বারি সফেদা-১ ও বারি সফেদা-২, বারি সফেদা-৩, বাউসফেদা-১, বাউসফেদা-২ ও বাউসফেদা-৩। এটি একটি পুষ্টিসমৃদ্ধ সুস্বাদু ফল। এতে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন এ ও সি। এ ফলের ঠান্ডা পানি বা শরবত জ্বরনাশক হিসেবে কাজ করে। ফলের খোসা শরীরের ত্বক ও রক্তনালি দৃঢ় করে রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে। বাংলাদেশের সর্বত্র এ ফল জন্মে। তবে বৃহত্তর বরিশাল, খুলনা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও যশোর জেলায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়।
Related Projects
মিস ইন্টারন্যাশনাল: বাংলাদেশ প্রতিনিধি এফার পাশে শোকুবুতসু
- October 6, 2024
চলতি বছরের ১২ নভেম্বর টোকিও ডোম সিটি হলে অনুষ্ঠিত হবে মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর মূল পর্ব। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এই আসরে তারা উদযাপন করবেন সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈশ্বিক সম্প্রীতির অনন্যতা
বসুন্ধরা সিটিতে আরও বড় পরিসরে টুয়েলভ
- March 11, 2025
বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১-এ এর আগে থেকেই দুটি আউটলেট থাকলেও ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এত বড় পরিসেরে এসেছে ব্র্যান্ডটি

