skip to Main Content

‘মিস অ্যান্ড মিসেস প্লাস  বাংলাদেশ-২০২১’  বিজয়ী হলেন  তাসনিয়া তাবাচ্ছুম পারিছা । শনিবার  ১০ সেপ্টেম্বর  রাতে রাজধানীর একটি  অভিজাত হোটেলে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক।গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, কন্ঠশিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডন সামদানি প্রমুখ।রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। আয়োজনটির ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল ক্যানভাস।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বডি সেমিংয়ের ব্যাপারটি কিন্তু আমাদের সমাজে আছে। সেই জায়গা থেকে বেরিয়ে আস্তে করে হলেও আমাদের এই ধরনের আয়োজন দরকার। এই প্রযোগিতার মাধ্যমে আমরা উদ্যোক্তা, ছাত্রী, সিংগেল মাদার, শিল্পীসহ আরও অনেক ধরণের প্রতিযোগী পেয়েছি। তারা সবাই কিন্তু শিক্ষিত। তাদের সবার মধ্যে এগিয়ে যাওয়ার একটা বড় মানসিকতা রয়েছে।‘

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, ‘প্লাস সাইজের মেয়েরা আজ সমাজে অনেক অবহেলিত। তবে তারা অনেক মেধাবী। তারাও যে সুযোগ পেলে ভালো কিছু করতে পারে সেটা তারা প্রমাণ করেছে। সেই জায়গা থেকে আমারা এই আযোজনের চিন্তা করেছি।‘

আয়োজক মালা খন্দকার বলেন, ‘বডি শেমিং বন্ধ করো’, স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।কোনো ছেলে বা মেয়ে তার শারীরিক গঠনের জন্য যাতে শেমিংয়ের শিকার না হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এই প্রতিযোগিতার ভবিষ্যৎ পরিকল্পনা।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top