skip to Main Content
রোড ট্রিপ আউটফিট

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি।অবসর কাটানোর তালিকাতে যদি থাকে রোড ট্রিপ, তাহলে এই লেখা হতে পারে আপনার জন্য।

যাত্রার সময়টা জুড়ে কোন পোশাকে থাকবেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবার আগে ‘আরাম’কে রাখতে পারেন। অর্থাৎ এমন কিছু পরবেন যা আপনাকে স্বস্তি এনে দেবে। অস্বস্তি নয়।

বটমে ডেনিম থাকতে পারে, তবে দীর্ঘ সময়ের যাত্রা হলে জেগিংস কিংবা লেগিংস বেছে নেওয়াই ভালো। টপে লেয়ারিং সুবিধাজনক।

রং কোনটা পরবেন? এখানে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে। তাই মনমতো রং বেছে নিতে পারেন। তবে, ইন্টারনেটের কল্যাণে জানা যায় বেশ কয়েকজন ফ্যাশনবোদ্ধার মতে মনোক্রোম এমন সময়ের জন্য উপযোগী। ক্লাসিক।

পোশাক বেছে নেওয়ার পর ফুটওয়্যার নিয়ে ভাবতে পারেন। এখানে হাইহিল না। স্নিকার কিংবা ফ্লিপ ফ্লপে পায়ের হবে উৎপাত নিবৃত্তি। গয়না পরতে চাইলে যৎসামান্যতেই সই! অতিরঞ্জনে নয়। সানগ্লাস সঙ্গে থাকলে চোখ আরাম পাবে।

মেকআপ সাধারণ হলেই ভালো। ময়েশ্চারাইজ করে সানস্ক্রিনের লেয়ার দিতে পারেন। এতে সানকিসড স্কিনে চাপ খানিকটা কম পরবে। সঙ্গে রাখতে পারেন ময়েশ্চারাইজিং মিস্ট। ট্রিপে হাত পরিষ্কার করে রি অ্যাপ্লাই করা যেহেতু ঝক্কির, তাই মিস্ট ব্যাগে রাখা যেতে পারে।

ছবি: সংগ্রহ

টোট ব্যাগ সঙ্গে রাখতে পারেন। সহজে সব কিছু নিয়ে নিতে পারবেন। একটি স্কার্ফ রাখতে পারেন। রোদ থেকে নিজেকে আড়াল করতে কাজে দেবে।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top