হাজারের বেশি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের কৃতিত্ব আছে অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। ‘হাওয়া ঘর’ নামের নাটক পরিচালনার মাধ্যমে ছোট পর্দায় পথচলা শুরু তাঁর। বড় পর্দায় খ্যাতি পেয়েছেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণ করে। ক্যামেরার পেছনের এই মানুষটির বাবার বাড়ি কিশোরগঞ্জ। তবে জন্মগ্রহণ করেন নানুবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আজ ১ অক্টোবর, তাঁর জন্মদিন। টিম ক্যানভাস তাঁকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা।
Related Projects
এলো নতুন স্মার্টফোন আইটেল এস২৪
- May 26, 2024
দুর্দান্ত সব ফিচারের আইটেল এস২৪ স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা

