skip to Main Content
সাদাকালোর আজরাখ

দেশি ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো এবার সিন্ধি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘আজরাখ প্রিন্ট’ নিয়ে কাজ করেছে। আজরাখ প্রিন্ট হলো এক ধরনের টেক্সটাইল ব্লক-প্রিন্টিং, যা ভারতের কচ্ছ জেলার আজরাখপুর গ্রামে পাওয়া যায়।এই প্রিন্টটি সাধারণত একটি জাল বা ওয়েব-লাইক ডিজাইন।

আজরাখ প্রিন্ট তৈরি করতে প্রাকৃতিক রং ব্যবহার করে বিভিন্ন ধাপে ডাইং এবং রেজিস্ট প্রিন্টিং করা হয়।

এবার সাদাকালো এই প্রিন্টে ভিন্ন মাত্রা যুক্ত করতে স্ক্রিন, ব্লক, এম্ব্রয়ডারি-সহ বিভিন্ন মাধ্যম ব‍্যবহার করে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, মেয়েদের টপস্, কুর্তিসহ শিশুদেরও পোশাক তৈরি করেছে। পাওয়া যাবে সাদাকালোর সকল শো রুমে।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: সাদাকালো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top