skip to Main Content
সুবর্নার ‘আত্মদৃষ্টি’

শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩) রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী সুবর্না মোর্শেদার চতুর্থ একক প্রদর্শনী ‘ইন্ট্রোস্পেক্ট’ বা ‘আত্মদৃষ্টি’। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

এচিং, লিথোগ্রাফি, কাঠের খোদাই, এক্রেলিক এবং সায়ানোটাইপসহ বিস্তৃত মাধ্যমে করা সুবর্নার ৫০টি নির্বাচিত শিল্পকর্মের এই প্রদর্শনীকে শিল্পী কয়েকটি কবিতা ও দুটি গল্প– এই দুই ভাগে বিভাজন করেছেন। ‘আত্মদৃষ্টি’র কিউরেটর এএসএম রেজাউর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের স্নাতক সুবর্নার শিল্পকর্মগুলো তার শিল্পী হিসেবে বেড়ে ওঠার আবেগময় অভিজ্ঞতার মাধ্যমে গভীরভাবে অনুপ্রাণিত। তার শিল্পকর্মে পাওয়া যায় আনন্দ ও প্রশান্তি থেকে দুঃখ ও হতাশার নানান মুহূর্ত।

বলে রাখা ভালো, ‘লাভ, লাইফ অ্যান্ড আদার ইমোশনস’ শিরোনামে ২০১৮ সালে সুবর্নার প্রথম একক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় ক্যাফে ম্যাঙ্গোর গ্যালারিতে। পরের বছর ভারতের গ্যালেরিয়া ডি গোয়ায় তার দ্বিতীয় একক প্রদর্শনী ‘ইলেশন’ এবং ২০২২ সালে ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় তৃতীয় একক প্রদর্শনী ‘অন্বেষণ’।

‘ইন্ট্রোস্পেক্ট’ দর্শণার্থীদের আমন্ত্রণ জানায় প্রকৃতি, মানুষের অভিজ্ঞতা এবং আমাদের আবেগের মধ্যে জটিল সম্পর্ক অন্বেষণ করতে। তার কাজগুলোতে মেলে মানব বিকাশের পর্যায়গুলোর চিত্রায়ণের পাশাপাশি ঋতুর পরিবর্তন এবং আমাদের মানসে এর প্রতিফলন। প্রেম সুবর্নার কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজস্ব ধরনের নীল, বেগুনি, ও সবুজে তিনি চিত্রিত করেন মনের গহিনে ফেলে আসা স্মৃতি আর বিস্তৃতির এপিটাফ, প্রেম আসা ও চলে যাওয়া, অদৃশ্য মায়া।

ছবি: সুবর্না মোর্শেদা/আলিয়ঁস ফ্রঁসেজের সৌজন্যে

দৈনন্দিন জীবনের প্রোহেলিকাময় জগৎকেই কিছুটা বিদায় জানানোই শিল্পীর জগৎ। শিল্পী সুবর্ণা তেমনই উদ্দেশ্য নিয়ে নিজ জীবনের যুদ্ধগুলোকে আড়াল করেন তার চিত্রতলের স্বপ্নীল মেঘমালায়।

  • ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top