skip to Main Content
স্প্রিং ২০২৩ রানওয়ে: সেরা ৪ নেইল ট্রেন্ড

ক্যানভাস ডেস্ক

নিউইয়র্ক ফ্যাশন উইক শেষ হয়েছে ঠিকই, কিন্তু এই আয়োজন ঘিরে আলোচনা থামেনি এখনো। সেপ্টেম্বরের শোগুলো জুড়ে ফ্যাশনবোদ্ধা থেকে শুরু করে সাধারণ ফ্যাশনিয়েস্তারা যেমন রানওয়ের বেস্ট লুকস, এমনকি স্ট্রিট স্টাইল লুকগুলোর চুলচেরা বিশ্লেষণ করছেন, তেমনি নেইল ট্রেন্ড নিয়েও চলছে বেশ চর্চা।

চলতি মৌসুম, অর্থাৎ স্প্রিং ২০২৩ রানওয়েগুলো থেকে বাছাইকৃত সাতটি সেরা নেইল ট্রেন্ডে চলুন চোখ রাখা যাক:

ক্রোম নেইলস

ক্রোমড-আউট মেটালিক ম্যানিকিউরের সুফল আরেকটু বাড়িয়ে দিতে এই নেইল ট্রেন্ডের চলছে জয়গান। ব্যাটসেভা ও প্রিসক্যাভেরা– উভয় শোয়েই নেইল আর্টিস্ট হলি ফ্যালকম এই শাইনিং এবং অনেকটাই লিকুইড-লুকিং পলিশের সৌন্দর্য হাজির করেছেন। ফ্যালকন অবশ্য নখে ক্রোমড লুক আনার প্রতি মুগ্ধতা কাজ করা একমাত্র নেইল আর্টিস্ট নন; আমরা টমি হিলফিঙ্গারের শোতে আরেক নেইল আর্টিস্ট নাওমি ইয়াসুডাকেও দেখেছি সিলভারি, মিরর-ইফেক্ট জেল ব্যবহারের মাধ্যমে নখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে।

বার্বিকোর

হট পিংকের এই আগ্রাসন ওয়্যারড্রোবগুলো দখল করে নিয়েছে আগেই। এবার হাতের দিকেও রেখেছে যাত্রা। এই মৌসুমের পুরোটা জুড়ে, বিশেষত ব্যাটসেভা ও পিটার ডু’র শোগুলোতে মডেলদের নখে মিলেছে বার্বিকোর ইফেক্ট।

মিল্কি ম্যাজিক

মিনিমাল ইফোর্টে, বাড়িতে বসেই মিল্কি ম্যানিকিউরে আপগ্রেডেড নুডের ছোঁয়া দেওয়া যেকারও পক্ষেই সম্ভব– সে কারণে এই ট্রেন্ডের বেশ চলতি এখন। লাভশেকফ্যান্সি, টরি বার্চ, উলা জনসন-সহ আরও বেশ কিছু শোয়ে এই কুল ও ইজি ম্যানিকিউর হয়ে উঠেছিল স্প্রিংয়ে নখের একটি মাস্ট-হ্যাভ সাজ। বিশেষত টরি বার্চের শোতে হাঁটা মডেলদের নখে এমনই একটি ‘বাফ ইয়ুর নেইলস বাট বেটার ইফেক্ট’ চেয়েছিলেন টেনোভার্টেনের প্রতিষ্ঠাতা ন্যাডিন অ্যাবরামচিক।

ভ্যাম্পি রেড

২০০০-এর দশকের সর্বশেষ ট্রেন্ডটি কি আবারও ফিরছে? হ্যাঁ, বলা হচ্ছে ভ্যাম্পি রেডের কথা। নখে লালের এমন দাপুটে হাজিরার হরদম দেখা মিলেছে এবারের রানওয়েগুলোতে। তাই, নেইল ট্রেন্ড হিসেবে ভ্যাম্পি রেডের কামব্যাক এখন শুধু সময়ের অপেক্ষামাত্র।

  • সূত্র: এল ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top