বাইট
‘জে হোটেল, সাংহাই’
সুউচ্চ বিলাসবহুল হোটেল চালু হয়েছে চীনের সাংহাই টাওয়ারে। ‘জে হোটেল, সাংহাই’। টাওয়ারের ১২০ তলায় রয়েছে রেস্তোরাঁ। সেটির সেবা মিলবে ২৪ ঘণ্টা। মূলত সাংহাই টাওয়ারের একেবারে ওপরের তলাগুলো নিয়ে চালু করা হয়েছে রেস্তোরাঁটি। তাতে ১৬৫টি ‘জে স্যুট’ রয়েছে। সাংহাই শহরের এই টাওয়ার ৬৩২ মিটার উঁচু, যা দুবাইয়ের বুর্জ খলিফার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন।
রেস্তোরাঁয় পানশালা ছাড়াও থাকছে স্পা। তা ছাড়া ৮৪ তলায় রয়েছে সুইমিংপুলসহ অন্যান্য সুবিধা। এখানে রাতযাপনের জন্য জনপ্রতি খরচ হবে ৪০ হাজারের বেশি। ‘স্ফটিক ঝাড়বাতির জে স্যুটে’ রাত কাটাতে লাগবে ৮ লাখ ৭৮ হাজারের অধিক। ১৯ জুন হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এফএও কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ
বাংলাদেশ ২০২২-২০২৪ মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। ১৭ জুন রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিশ্বের ১৮৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে চলমান ৪২তম এফএও কনফারেন্সে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ সদস্যপদ অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ অন্যান্য কাউন্সিল সদস্যরাষ্ট্রের সঙ্গে নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও-র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে নেতৃত্ব দেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে প্রচেষ্টা চালায়।
৫ শতাংশ ভ্যাট দিতে চায় দেশি রেস্তোরাঁগুলো
দেশের রেস্তোরাঁ মালিকেরা ভ্যাটের হার কমানোর দাবি করেছেন। তা ছাড়া ভ্যাট ফাঁকি রোধে এগুলোতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর কথা বলেছে তারা। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ২১ জুন এসব দাবি জানিয়ে এনবিআরের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে। এতে ভ্যাটের হার ৫ শতাংশ করার অনুরোধ জানানো হয়েছে।
রেস্তোরাঁ মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফিরোজ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, খাবার তৈরিতে রেস্তোরাঁয় যেসব উপকরণ ব্যবহৃত হয়, সেগুলোর বেশির ভাগ ভ্যাটমুক্ত। ফলে রেয়াত নেওয়া যায় না। তিনি বলেছেন, ‘আমরা সবাই ভোগান্তি ছাড়া ভ্যাট দিতে চাই। হার ৫ শতাংশ করা হলে সবাই ভ্যাট দেবে। এতে সরকারের রাজস্ব অনেক বাড়ার পাশাপাশি ভোক্তারাও সুফল পাবেন।’
উল্লেখ্য, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য অনুসারে, দেশে এখন ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি রেস্তোরাঁ রয়েছে।
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট