skip to Main Content

সেলিব্রিটি স্টাইল I স্টানিং সাফা

‘@১৮ অলটাইম দৌড়ের ওপর’ টেলিফিল্ম দিয়ে শুরু হয় তার যাত্রা। সেই ২০১৩তে। দৌড় থামেনি আজ অব্দি। অভিনয়ের জনপ্রিয়তা পেয়েছেন। সঙ্গে যোগ হয়েছে মডেলিং, উপস্থাপনা আর আরজেইং। নতুন প্রজন্মের প্রথম সারির অভিনেত্রী সাফা কবির দিন দিন মজবুত করে নিচ্ছেন নিজের অবস্থান। মিষ্টি হাসির মেয়ে হিসেবে একটা ভাবমূর্তি গড়ে উঠেছে তার। অন্যদিকে আউট অব দ্য বক্স নিরীক্ষাধর্মী সব লুকে কেমন দেখায় তাকে? তারই উপস্থাপন নিয়ে…

প্রিয় পোশাক
 শাড়ি। জামদানি থেকে কাতান- সবই আমার পছন্দ।
প্রিয় রঙ
 হলুদ। এ ছাড়া হালকা, চোখে আরাম দেওয়া রঙগুলো আমার খুব ভালো লাগে।
প্রথম ক্রাশ!
 অরেঞ্জ লেমন ক্রাশ। হা হা হা। সত্যি! আমার খুব পছন্দ।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার রিউমার
 আমি গায়ক জন কবীরের মেয়ে। হা হা হা।
অপ্রকাশ্য প্রতিভা
 আমি ভালো ছবি আঁকতে পারি। রান্নাটাও কিন্তু খারাপ করি না।
প্রিয় ভ্রমণের জায়গা
 অনেক জায়গাই ঘুরে দেখা হয়নি। তবে এ বছর আমি প্যারিস যেতে চাই।
ব্যাগে কী থাকে সব সময়?
 আমার ব্যাগভর্তি জিনিস থাকে সব সময়। অনেকটা জাদুর থলের মতো। যা চাইবেন তাই পাইবেন টাইপ।
প্রিয় সোশ্যাল অ্যাপ
 ইনস্টাগ্রাম।
ফেবারিট অ্যাপ
 স্ন্যাপচ্যাট
প্রিয় অভিনেতা-অভিনেত্রী
 চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। দেশের বাইরে রণবীর কাপুরকে খুব পছন্দ। আলিয়া ভাট ও দীপিকা পাডুকোনও আছেন তালিকায়।
কোন ধরনের সিনেমা ভালো লাগে? প্রিয় সিনেমা?
 রোম্যান্টিক সিনেমা ভালো লাগে। আর প্রিয় সিনেমার তালিকা অনেক লম্বা। মাই ব্লুবেরি নাইটস, লা লা ল্যান্ড থেকে টাইটানিক আরও অনেক কিছু।
প্রিয় গায়ক-গায়িকা
 নির্দিষ্ট কেউ নেই। তবে কোল্ডপ্লের গান প্রচুর শুনি।
আপনি কি আবেগপ্রবণ?
 অনেক। জেদটা মনে হয় একটু বেশি।
পছন্দের শব্দ
 ধুর আর ব্যস!
ঘরের সবচেয়ে পছন্দের ব্যাপার
 আমার লেমন টি। একদম বাসায় বানানো।
আইডল
 আমার কোনো আইডল নেই।
আপনার সৌন্দর্যের রহস্য কী?
 পারসোনা। হা হা হা।
মিডিয়ার বদলে প্রফেশন হিসেবে যদি খেলাধুলা বেছে নিতেন, কী খেলতেন?
 বাস্কেটবল।
আপনার কাজের সবচেয়ে পছন্দের ব্যাপার কোনটা?
 দর্শকদের ভালোবাসা।
লাঞ্চ বা ডিনার ডেটে কার সঙ্গে যেতে চান?
 আলি জাফর, দ্য সিঙ্গার।
রোম্যান্টিক সিন করতে চান কার সঙ্গে?
 অপূর্ব ভাইয়া।
আপনার গো টু স্টাইল
 জিনস, টি-শার্ট আর সুন্দর সুন্দর স্যান্ডেল।
ব্র্যান্ডপ্রীতি আছে?
 আমি একদমই নন-ব্র্যান্ডেড মানুষ।
যদি আপনাকে কারও লাইফস্টাইল দিয়ে দেওয়া হয়, কারটা নিতে চাইবেন?
 মুকেশ আম্বানি। হা হা হা।
এমন একজন মানুষ যার ব্যাগ ঘেঁটে দেখতে চান
 জয়া আহসানের। কী মাখেন, কী খান তিনি- আমি জানতে চাই। এত সুন্দর কীভাবে তিনি!
যদি বলা হয়, আপনি তিনজন মানুষকে আপনার ব্যাগে পুরে নিতে পারবেন, কাকে কাকে বেছে নিতেন?
 দিশা আপু (হোসনে নুজহাত খান, পারসোনার ডিরেক্টর এবং ম্যাগাজিন ক্যানভাসের অ্যাসোসিয়েট এডিটর) ফর ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমার বন্ধু সাগুফতা ওসমান ফর মেকআপ অ্যান্ড স্টাইলিং আর আম্মুকে। ব্যাগে বন্ধ করে রেখে দিতাম। বকা দেয় শুধু আমাকে। হা হা হা।
ফেবারিট ফ্যান মোমেন্ট
 একবার প্লেনে একজন বয়স্ক মহিলা আমার পাশের সিটে বসে ট্রাভেল করছিলেন। অনেকক্ষণ ধরে আমার দিকে তাকানোর একপর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি সাফা কি না। এবং বললেন, তিনি আমার ফ্যান। আমি চিন্তাও করতে পারিনি এত আগের জেনারেশনের মানুষদের কাছেও আমি প্রিয় হয়ে উঠেছি। খুব আনন্দ হয়েছিল এ ঘটনায়।

 জাহেরা শিরীন
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সিকোসো ও আইকনিক
ছবি: সৈয়দ অয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top