আজকের রাশি I ১২ নভেম্বর
মেষ
চিন্তার খরা কেটে যাবে। আনন্দ জোয়ারে ভাসবেন আজ।
বৃষ
আজ পদস্থ কারও আনুকূল্য লাভ করবেন।
মিথুন
অস্থির হবার মতো কিছু হয়নি। একটু না হয় ধৈর্য ধরুন।
কর্কট
পারিবারিক সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনাকেই।
সিংহ
সামাজিক কাজে সারা দিন ব্যস্ত থাকবেন আজ।
কন্যা
আড্ডার মেলা জমতে যাচ্ছে আজ। বাহ্, দারুণ না!
তুলা
তেতো মনটা মিষ্টি আর প্রশান্ত হবে আজ।
বৃশ্চিক
কাজের ঠাসাঠাসিতে চ্যাপটা হবেন, তবে পুরোদস্তুর খুশির চ্যাপটা আরকি।
ধনু
কারও কথায় চটে যাবেন না। সমঝে চলুন।
মকর
আপনার মার্জিত ব্যবহারে কারও মন জয় করবেন।
কুম্ভ
বিশাল প্রাপ্তি আছে আজ। আরও কি দরকার!
মীন
কলিগের সহায়তায় আজ অগ্রগতি আসছে।