skip to Main Content
পরিণীতি চোপড়ার ব্রোঞ্জড স্মোকি আই রিক্রিয়েটের রহস্য ফাঁস!

বলিউড তারকা পরিণীতি চোপড়ার ব্রোঞ্জড স্মোকি আই মেকআপ নজর কেড়েছে ফ্যাশনিয়েস্তাদের। কীভাবে রিক্রিয়েট করা হলো এই মেকআপ– জানতে উদগ্রীব অনেকেই। সেই রহস্য সম্প্রতি প্রকাশ করে দিয়েছেন ভারতীয় সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট দিব্যা চাবলানি।

মাধুরী দীক্ষিত-সহ আরও বেশ কয়েকজন বলিউড তারকার সঙ্গে কাজ করা দিব্যা বলেন, ‘পরিণীতির এই লুক আমরা ক্রিয়েট করেছি রেড আউটফিটের ওপর ভিত্তি করে। ডার্কার লুক এড়িয়ে এমন চোখের সাজ সৃষ্টি করতে চেয়েছিলাম। পরীণিতি হরদমই নিজের মেকআপ এই স্মোকি ও ব্রোঞ্জে দেখতে পছন্দ করেন।’ খবর ভোগ ইন্ডিয়ার।

মেকআপ আর্টিস্ট আরও বলেন, ‘এই লুক সৃষ্টির জন্য আমি একটি প্যাট ম্যাকগ্র্যাথ কালারের সঙ্গে একটি নার্স [NARS] পেন্সিলের মিশ্রণ ব্যবহার করেছি। এ ধরনের আই লুকসে প্লাম্প ইফেক্ট পেতে চাইলে আপনি এরসঙ্গে ফ্লেসি নুডসের একটি গ্লসও জুড়ে দিতে পারেন।’

দিব্যা চাবলানির মেকআপে পরিণীতি চোপড়ার ব্রোঞ্জড স্মোকি আই লুকস। ছবি: ভোগ ইন্ডিয়া/ইনস্টাগ্রাম

পরিণীতির ব্রোঞ্জড স্মোকি আই রিক্রিয়েটে যা করেছেন দিব্যা, নিজেই তা জানিয়েছেন আটটি ধাপে:

১. ‘আই মেকআপের প্রস্তুতি হিসেবে শার্লট টিলবুরির ম্যাজিক আই রেস্কিউ ব্যবহার করেছি এবং এটি চোখের চারপাশে লাগিয়ে দিয়েছি।’

২. ‘এরপর শেড অ্যাপ্রিকটে, চোখের নিচে ও পাতায় একটি শ্যানেল কারেক্টর ব্যবহার করেছি। এরপর মেকআপ ফরেভারের একটি ট্রান্সলুসেন্ট এইচডি পাউডারে এটি মিশিয়ে নিয়েছি।’

৩. ‘চোখের পাতায় ব্যবহার করেছি হুদা বিউটি’র ন্যুড প্যালেটের একটি গোল্ড আইশ্যাডো/গ্লিটার পিগমেন্ট।’

৪. ‘চোখ লিফট ও ওপেন করতে সকেটে একটি সফট ব্রাউন শ্যাডো ব্যবহার করেছি এবং মেকআপ বাই মারিও প্যালেটের কফি ব্রাউন ডিফিউজ করেছি– ড্রপ শ্যাডো হিসেবে; আর চোখ লিফট ও ওপেনের ক্ষেত্রে খানিকটা এক্সটেন্ড করেছি।’

৫. ‘ল্যাশ-লাইনে একটি ডিপ ব্রাউন শ্যাডো ডিফিউজ করেছি গাঢ় করে তোলার জন্য। ম্যাক ও মর্ফির ব্রাশগুলো নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছদ্যবোধ করি। এক্ষেত্রে এগুলোই ব্যবহার করেছি।’

৬. ‘এরপর চোখের পাতার মাঝখানে এবং টিয়ার ডাক্টের কাছে একটি ইরিডিসেন্ট শ্যাডোর আলতো প্রলেপ লাগিয়েছি ওপেন আই পাবার জন্য।’

৭. ‘চোখের পাতার মাঝখানে ব্যবহার করেছি আরবার ডিকে’র মিডনাইট ব্লাস্ট।’

৮. ‘ল্যাশ ও ভয়েলায় লাকোম মঁসিয়ে মাসকারার ডাবল কোট ব্যবহার করেছি। (এ ক্ষেত্রে আমার আরেকটি পছন্দের নাম হুদা বিউটি নন-ওয়াটারপ্রুফ মাসকারা!)’

জেনে গেলেন তো রহস্য? এবার নিজেও চেষ্টা করে দেখতে পারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top