মেঘমুক্ত আকাশ শুভ্র শিউলির মন মাতানো ঘ্রাণ আর দিগন্তবিস্মৃত ফসলের মাঠে নিরন্তর সবুজের ঢেউ জানান দিচ্ছে- এসেছে শরৎ। এই সময়ে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ‘শরতের হৈচৈ’ অফার। সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্ক-এর আউটলেটে সব সামগ্রীতে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে সব বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের নানা ডিজাইনের পোশাক, শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। এ ছাড়া জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার, পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিসও থাকছে এই আয়োজনে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শরতের হৈচৈ অফার।
Related Projects
ইন্ডালজেন্স থিমে লা রিভের ঈদ শো
- March 10, 2024
ঈদের মতো উৎসব ঘিরে জীবনের ছোট ছোট আনন্দে মগ্ন হওয়ার অনুভূতি রং, ডিজাইন ও প্যাটার্নে ফুটিয়ে তোলা হয়েছে এই কালেকশনে
আর্কা ফ্যাশন উইক: আসছে দ্বিতীয় আসর
- May 12, 2024
আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা