ইন্টারন্যাশনাল সেলিব্রিটি প্যাজেন্টস গ্রুপ এন্টারপ্রাইজ আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৩’এর শীর্ষ দশে এসেছে এফা তাবাসসুম। মালয়শিয়ার পর্যটনশিল্পের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশসহ ২৯ দেশের ৬০ জন প্রতিযোগিতা অংশ নিচ্ছে। এই আসরে বাংলাদেশসহ আরো তিন দেশ ভারত, শ্রীলংকা ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মনোনীত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য মডেল আজরা মাহমুদের প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ’স ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)’। মূল অনুষ্ঠানের মঞ্চের সিদ্ধান্ত সম্পর্কে আজরা বলেন, আমাদের দেশের মেয়ে নুজহাত তাবাসসুম পৌঁছে গিয়েছেন। তিনি সবার কাছে এফা নামে পরিচিত। এছাড়াও খুশির খবর হচ্ছে আমি যে দেশ গুলির কান্ট্রি ডিরেক্টর হিসেবে এবারের আয়োজনের সাথে যুক্ত হয়েছি, তার মধ্যের তিনটি দেশ-ই আছে টপ টেনে। প্রথম স্থান অধিকার করতে না পারার জন্যে কোন আক্ষেপ নেই আমার। অংশগ্রহণেই স্বার্থকতা।‘
Related Projects
ঈদ আয়োজনে ঢাকা রিজেন্সী
- June 12, 2024
আভিজাত্যের ছোঁয়া এবং বৈচিত্র্যময় আয়োজনের জন্য ঢাকা রিজেন্সী জনপ্রিয়তার দিক দিয়ে সব সময় একধাপ এগিয়ে
বছরে ৭০-এরও বেশিবার চুলের রং বদল!
- January 23, 2022
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আকর্ষণীয় বিউটি…