এসএমই ও এফবিসিসিআই কর্তৃক যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ জাতীয় এসএমই মেলা। ৪ এপ্রিল মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রসার, ক্রয়-বিক্রয় ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, ব্যবসায়িক প্রতিনিধিসহ সব স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এসএমই মেলা আয়োজিত হচ্ছে। উল্লেখ্য, এটি গত ১৩-১৭ মার্চ হওয়ার কথা থাকা সত্ত্বেও অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়। বর্তমানে এই মেলা ৪-৮ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আউটার পেভমেন্টে অনুষ্ঠিত হবে। মেলায় স্টল থাকবে ৫০টি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।
Related Projects
ঈদে স্ত্রীকে স্পেশাল গিফট দেবেন তৌসিফ
- May 18, 2018
ছোটপর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। চলতি বছর বিয়ে করেছেন তিনি। আর তাই তার লাইফ স্টাইলে এসেছে পরিবর্তন।
এলো ‘হোন্ডা শাইন ১০০ সিসি’ মোটরসাইকেল
- April 2, 2024
ইএসপি (এনহ্যান্সড স্মার্ট পাওয়ার) যুক্ত ১০০ সিসি ইঞ্জিন কার্যকর ও স্থিতিশীল (সিবিএস) কম্বি ব্রেক সিস্টেমের সাহায্যে শুধু ফুট প্যাডেল চাপ দিলেই দুটি ব্রেক কাজ করে
ইমো’তে গ্লোবাল ওয়েব কল
- October 12, 2023
এই ফিচারে কোনো ব্যক্তিগত তথ্য বা ফোন নাম্বার দেখা যাবে না। ফলে, যারা তথ্যের সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে চান, তাদের জন্য এটি অনবদ্য ভূমিকা রাখবে