skip to Main Content

একঝলক

বসুন্ধরা সিটিতে দ্বিতীয় সেইলর

দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুনভাবে পাল তুলল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। বিজয় দিবসে ক্রেতাদের জন্য আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে বসুন্ধরা সিটির লেভেল সেভেনে যাত্রা করল প্রতিষ্ঠানটি। কেননা বসুন্ধরা সিটির এই দ্বিতীয় আউটলেটে একসঙ্গে থাকছে এই ব্র্যান্ডের সব পণ্য।
নতুন এই আউটলেটের উদ্বোধন করেন এপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেইলরের সিইও রেজাউল কবিরসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ফ্যাশন সাংবাদিকসহ ফ্যাশন ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো আয়োজন।

উত্তরায় ‘সারা’র নতুন আউটলেট

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র চতুর্থ আউটলেটের উদ্বোধন হলো রাজধানীর উত্তরায়। প্লট ২২, সোনারগাঁও জনপদ, সেক্টর ৯, উত্তরায় এখন থেকে পাওয়া যাবে সারার পোশাকের সব সংগ্রহ। সারার শুরু ২০১৮ সালের মে মাসে। মিরপুর ৬ থেকে। এরপর বসুন্ধরা সিটিতে ছিল প্রতিষ্ঠাটির দ্বিতীয় আউটলেট। শার্ট, এথনিক, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিনস ফর মেনজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবিসহ আরও পোশাকের সমারোহে সজ্জিত সারা। আসন্ন শীতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে জ্যাকেট ও শীতের অন্যান্য পোশাকের বিশেষ আয়োজন।
৩০ নভেম্বর সারার চতুর্থ আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন নেসা, বাংলাদেশি মডেল আদিল হোসেন নোবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রমুখ।

সিরামিক এক্সপোতে স্টেলা

৫ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয় সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৯। এতে অংশ নেয় সিরামিক ব্যান্ড স্টেলা। ব্র্যান্ডটির স্টলে ছিল সিরামিকের বাহারি সব পণ্য। প্যান, কমোড, ইউরিনাল, বেসিন, পেপার হোল্ডার, সোপ হোল্ডারসহ অনেক কিছু। তিন দিনব্যাপী এশিয়ার অন্যতম এ সিরামিক মেলার আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। দ্বিতীয় এই আয়োজনে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৫০টি ব্র্যান্ড অংশ নেয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সুপ্রিম সুরক্ষার আবরণে শীতার্তরা

সুবিধাবঞ্চিত মানুষের কাছে শীত আসে আতঙ্ক হয়ে। শীতের তীব্রতা যত বাড়ে এই হতদরিদ্র মানুষগুলোর জীবনযাপন ততই দুঃসাধ্য হয়ে ওঠে। আমাদের দেশে, বিশেষ করে উত্তরবঙ্গে প্রতিবছর কিছু না কিছু মানুষ মারা যায় শীতের প্রকোপে। এই সুবিধাবঞ্চিত শীতার্তদের কাছে বেশির ভাগ সময়ই সহযোগিতা পৌঁছায় না। তাদের পাশে দাঁড়াতেই এসিআই সুপ্রিমের উদ্যোগ ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মধ্য দিয়ে সবার কাছে তুলে ধরা হয় সুপ্রিম সুরক্ষার আবরণের বার্তা। তাতে ব্যাপক সাড়া পাওয়া যায়। মাইক্রোসাইট এবং গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে মানুষ অংশগ্রহণ করেছে সুপ্রিম সুরক্ষার আবরণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top