skip to Main Content

পোর্টফোলিও I কো-ব্র্যান্ড ফ্যাশন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব ফ্যাশন ব্র্যান্ডই ঝুঁকছে কো-ব্র্যান্ডের দিকে। বাংলাদেশের ফ্যাশন বাজার নতুন এই ধারার বাইরে নয়। নব্বইয়ের দশকে এ দেশে কো-ব্র্যান্ডের সূচনা করে ক্যাটস আই। এখনকার প্রায় সব দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন লোগো। তাতে প্রাধান্য পাচ্ছে তারুণ্য। সে অনুযায়ী পোশাক কালেকশন সাজাতে প্রস্তুত এই কো-ব্র্যান্ডগুলো

মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন

প্রিন্ট ক্রাফট

বিশপ স্লিভের স্যাফায়ার ব্লু কটন টপ
মডেল: চাঁদনী

টাইডাইড লিনেন কুর্তি
মডেল: সিম্মি

টাইড আপ টাইডাইড লিনেন শ্রাগ
মডেল: অন্তরা

ওয়েস্ট রং

অফ হোয়াইট ট্রেন্ডি কাফতান
মডেল: সিম্মি

ফ্লোরাল প্রিন্টের ক্যাজুয়াল শার্ট
মডেল: নিহাফ

পোলকা ডটেড স্লিভলেস প্লিটেড টপ
মডেল: চাঁদনী

মার্জিন বাই অঞ্জন’স

সাদা বারডট জর্জেট টপ। বেল স্লিভে লেইসের ডিটেইল। সঙ্গে প্লিটেড ডেনিম পালাজোতে ফ্লোরাল কাটওয়ার্ক
মডেল: সিম্মি

অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ক্যাজুয়াল টপ। সঙ্গে লিনেনের পালাজোতে লেইস ডিটেইল
মডেল: চাঁদনী

পোলকা ডটেড টপ। সঙ্গে লেইস ডিটেইলের ডেনিম
মডেল: অন্তরা

ইয়ং কে

ঘিয়ে রঙা কুর্তির জর্জেটের আপার পার্ট। স্ক্রিন প্রিন্ট এবং এম্ব্রয়ডারড এমবেলিশমেন্ট। সঙ্গে প্রিন্টেড স্কার্ফ
মডেল: অন্তরা

ঘিয়ে রঙা পাঞ্জাবিতে ফ্লোরাল স্ক্রিন প্রিন্ট
মডেল: নিহাফ

সুতির প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট
মডেল: রেহান

মাকু

রাস্ট অরেঞ্জ প্লিটেড কুর্তির স্লিভে স্ক্রিন প্রিন্ট
মডেল: সিম্মি

বোট নেক শেডেড ব্রাউন কুর্তিতে নকশির ফোঁড়, বিডস আর টাসেলের এমবেলিশমেন্ট
মডেল: চাঁদনী

প্লিটেড গোলাপি কুর্তিতে বাটন ও টাসেলের এমবেলিশমেন্ট। সামনে স্ক্রিন প্রিন্টেড পকেট
মডেল: অন্তরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top