skip to Main Content

বাইট

ভুলে ভ্রম
সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা স্টেটমেন্ট লাইফস্টাইলের অভিনবত্ব– কার্দাশিয়ান আর জেনাররা পৃথিবীর সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম। জগৎজোড়া এ খ্যাতির যেমন বহু ভালো দিক আছে, বিড়ম্বনাও কম নেই। তা-ও যদি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। মজার ব্যাপার হচ্ছে, কিম আর কাইলির খ্যাতির বিড়ম্বনা পোহাচ্ছেন দুবাইবাসী দুই বোন। সম্প্রতি এমনটাই খবর মিলেছে। সোনিয়া ও ফায়জা আলি– দুবাই বেসড ব্লগার এ দুই বোনের দূরদূরান্তে কার্দাশিয়ানদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও রাস্তাঘাটে এমনকি শপিং মলেও সেলফিপ্রেমীদের আবদার মেটাতে হচ্ছে তাদের। কারণ, এ দুজনকে অবিকল কিম কার্দাশিয়ান ও কাউলি জেনারের মতো দেখায়। লম্বা কালো চুল, কনট্যুর করা ধারালো মেকআপ আর সেলফিপ্রীতিতে সাদৃশ্য থাকলেও তা মানতে নারাজ সোনিয়া আর ফায়জা। একই মত তাদের পরিবার ও বন্ধুদেরও। কিন্তু নিজ চোখে এ দুই বোনের জুটি দেখলে যে কারও ভুল হতে বাধ্য।

বিউটি কোলাবরেশনে বৃহৎ দুই ব্র্যান্ড
ভ্যালেন্তিনোর জন্য নতুন নয়। আইকনিক ফ্যাশন ব্র্যান্ড হিসেবে সুপরিচিত হলেও সৌন্দর্যবিশ্বে এর পদচারণা পুরোনো। ভ্যালেন্তিনো ডোনা, ভ্যালেন্তিনো ইওমো আর ভ্যালেন্তিনোর মতো বিশ্বমাতানো সুগন্ধি বাজারে রয়েছে ব্র্যান্ডটির। তবে বিউটি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবারই প্রথম ভ্যালেন্তিনোর। আসছে সময়ে ব্র্যান্ডটি কাজ করবে ল’রিয়েলের সঙ্গে। এ খবর প্রচারের পর থেকেই সাড়া পড়ে গেছে গোটা বিশ্বে। ‘হাই এন্ড মিটস মাস মার্কেট’ এমনটাই মন্তব্য এসেছে সবার আগে। ব্র্যান্ড দুটোর অংশীদারিত্বে নতুন সব অভিজাত সৌন্দর্যপণ্য ও সুগন্ধি তৈরি হবে হাই এন্ড কাস্টমারদের জন্য। দীর্ঘমেয়াদি এ চুক্তি অনুযায়ী ল’রিয়েল শুধু ভ্যালেন্তিনোর মেকআপ আর সুগন্ধি তৈরি করবে না, বিশ্বজুড়ে পরিবেশনেরও দায়িত্বে থাকবে। আগামী বছরের প্রথম মাস থেকে ভোক্তাদের জন্য পণ্য বাজারে আনার পরিকল্পনা আছে ব্র্যান্ড দুটির।

ম্যাকের কনসিলার কালেকশন
তেত্রিশ বছরের পুরোনো বিউটি ব্র্যান্ড। কিন্তু এখনো বিউটি বক্সে এর স্থান অটুট। কারণ, ফাউন্ডেশন নিয়ে ম্যাকের মতো কারসাজি অন্য বিউটি ব্র্যান্ডগুলোর কমই আছে। ফর্মুলার বিভিন্নতার পাশাপাশি এসব ফাউন্ডেশনে শেডের বৈচিত্র্য চোখে পড়ার মতো। যা অনায়াসে যে কাউকে মানিয়ে যায়। আর এ ক্ষেত্রে শীর্ষে ম্যাকের স্টুডিও ফিক্স ফাউন্ডেশন লাইন। পাউডার, লিকুইড আর কম্প্যাক্টের সঙ্গে এ লাইনের সাম্প্রতিক সংযোজন ফ্লুয়িড কনসিলার। মেকআপ আর্টিস্ট মাইকেল প্যাটারসনের বরাতে জানা গেছে, সেপ্টেম্বরে বাজারে আসবে স্টুডিও ফিক্স ২৪ হাওয়ার লিকুইড কনসিলারের পুরো কালেকশন। গেল ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফ্যাশন উইকে প্রথম ব্যবহার করা হয় কনসিলারগুলো। স্টুডিও ফিক্স রেঞ্জের অন্যান্য বেজ প্রডাক্টের মতোই মিডিয়াম টু ফুল কাভারেজ দেবে কনসিলারগুলো। মিলবে ৩৪টি ভিন্ন ভিন্ন শেডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top