skip to Main Content

বুলেটিন

‘কাভারবয়’ থেকে ‘ক্যান্সেলড’

জনপ্রিয় ব্র্যান্ড কাভারগার্ল-এর প্রথম পুরুষ মডেল তিনি। উনিশ বছর বয়সী জেমস চার্লস তখন মাত্র হাইস্কুলপড়ুয়া। শখের বশে বন্ধুদের মেকআপ করে দেন মাত্র ৫ থেকে ১০ ডলারের বিনিময়ে। আর ইনস্টাগ্রামে হাজারখানেক ফলোয়ার। তার পরপরই পাল্টে গেল চিত্র। নজরকাড়া সব বিউটি লুক তৈরির বদৌলতে হয়ে উঠলেন ইন্টারনেট সেনসেশন। হলেন প্রথম কাভারবয়। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছুঁলো ষোলো মিলিয়ন। ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাও প্রায় সমান। নিজের মার্চেন্ডাইজ লাইন, মেকআপ পার্টনারশিপ। সম্প্রতি বছরের সবচেয়ে চর্চিত ফ্যাশন পার্টি ‘ক্যাম্প থিম মেট গালা’তেও দেখা গেছে তাকে। সবই চলছিল স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে সম্প্রতি। বিবাদে জড়িয়ে পড়েছেন আরেক জনপ্রিয় ইউটিউব বিউটি ভ্লগার এবং তারই মেন্টর ট্যাটি ওয়েস্টব্রুকের সঙ্গে। যিনি একটি ভিটামিন সাপ্লিমেন্ট কোম্পানিরও প্রতিষ্ঠাতা। সম্প্রতি চার্লস তার ইনস্টাগ্রামে ওয়েস্টব্রুকের প্রতিদ্বন্দ্বী একটি সাপ্লিমেন্ট কোম্পানির হয়ে পোস্ট করেন। এতেই চটেছেন ৩৭ বছর বয়সী এ ভ্লগার। ইউটিউবে একটি ভিডিও পোস্টে দাবি করেছেন, চার্লস তার বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ করেছে। ভিডিওটি প্রায় ৪০ মিলিয়ন ভিউ পেয়েছে। ফলাফল—রাতারাতি কমে গেছে চার্লসের ফলোয়ার সংখ্যা। ১৬.৫ মিলিয়ন থেকে নেমে এসেছে ১৩.৫ মিলিয়নে। এমনকি মাইলি সাইরাস, শন ম্যান্ডেস আর কাইলি জেনারের মতো তারকারাও চার্লসের ইনস্টাগ্রাম আনফলো করে দিয়েছেন। ইনফ্লুয়েন্সার কমিউনিটিতেও চলছে তোলপাড়। প্রত্যুত্তরে চার্লসও তৈরি করেছেন আট মিনিটের অ্যাপোলজি ভিডিও। এর ভিউ হয়েছে ৪০ মিলিয়ন। তবে ওয়েস্টব্রুকের সঙ্গে তার সম্পর্কের উন্নয়ন কবে ঘটবে, তা এখনই বলা যাচ্ছে না।

ম্যাকের পাউডার কিস কালেকশন

অ্যামপ্লিফাইড, ফ্রস্ট, ক্রিমশিন, স্যাটিন, ম্যাট, রেট্রো ম্যাট, লাস্টার থেকে লিপ গ্লাস—ফর্মুলা আর ফিনিশ নিয়ে পরীক্ষা ম্যাক কসমেটিকসের স্বভাবজাত। সবশেষ গেল বছরের অক্টোবরে নতুন ফিনিশ যুক্ত হয়েছে তালিকায়। পাউডার কিস নামের আস্ত একটা কালেকশন এখন মিলবে ম্যাক কসমেটিকসে। এগুলো নির্ভার আর অস্বস্তিহীন ময়শ্চার ম্যাট ফিনিশ অনুভূতি দেবে ঠোঁটে। ‘দ্য ফোরফ্রন্ট অব বিউটি টেকনোলজি’—এ মন্ত্রেই তৈরি হয়েছে প্রতিটি লিপস্টিক। এগুলোর ময়শ্চার কোটেড পাউডার পিগমেন্ট ঠোঁটে দেবে সফট ফোকাস কালার। সঙ্গে জোগাবে প্রয়োজনীয় আর্দ্রতা। দেখাবে পরিপুষ্ট। বাজারে আসার আগেই নিউইয়র্ক ও লন্ডন ফ্যাশন উইক মাতিয়ে এসেছে ম্যাক পাউডার কিস। পরবর্তীকালে সৌন্দর্যসচেতনদের কাছেও সমাদৃত হয় কালেকশনের ১৬টি শেড। মূলত কোরাল, ন্যুড, পিঙ্ক, প্লাম আর রেডের বিভিন্ন শেডে তৈরি হওয়া লিপস্টিকগুলোর প্রতিটির দাম পড়বে ১৯ ডলার।

কাইলির নতুন কেরামতি

শুরু করার মাত্র তিন বছরের মধ্যেই বিলিয়ন ডলারের ব্যবসা করে নিয়েছে কাইলি কসমেটিকস। তবে, এতেও মন ভরেনি এর প্রতিষ্ঠাতা ২১ বছর বয়সী রিয়েলিটি স্টার কাইলি জেনারের। পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপও নেওয়া শেষ। গেল মাসেই বাজারে পা রেখেছে কাইলি স্কিন। সব ধরনের ত্বকের উপযোগী ছয়টি পণ্য নিয়ে। এর মধ্যে আছে ফোমিং ফেসওয়াশ, ওয়ালনাট ফেস স্ক্রাব, ভ্যানিলা মিল্ক টোনার, ফেস ময়শ্চারাইজার, ভিটামিন সি সেরাম আর আইক্রিম। কাইলির ভাষ্যমতে, ফেসওয়াশের ফর্মুলা নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে বের করা হয়েছে স্পর্শকাতরদের জন্য উপযোগী প্রডাক্ট। ভ্যানিলা মিল্ক টোনার একদম অ্যালকোহল ফ্রি। ফলে ত্বকের প্রাকৃতিক তেলের কোনো ক্ষতি না করে কোমলভাবে পরিষ্কার করবে এটি। ওয়ালনাট স্ক্রাব তৈরি হয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানের সংমিশ্রণে, যা কোমল কিন্তু দূর করবে ত্বকের মৃতকোষগুলো। ভিটামিন সি সেরাম কোলাজেন উৎপাদনের মাত্রা বাড়ায়। কমায় ত্বকের লালচে ভাব। আর সেলফ অ্যাপ্লিকেটর সমেত আইক্রিম তৈরি হয়েছে ডালিমের নির্যাস, ক্যাফেইন আর ভিটামিন ই দিয়ে; যা নিশ্চিত করবে আর্দ্রতা ও ঔজ্জ্বল্য। কমাবে ফোলা ভাব। প্রতিটি পণ্যের দাম ৩০ ডলারের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top